বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বুলবুলে কমেছে সামুদ্রিক মাছের দাম

 

অনলাইন ডেস্ক :: ঘূর্ণিঝড় বুলবুলের পর পাইকারি বাজারে কমে গেছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম। মাছের সরবরাহ কম থাকলেও বরফ সংকটে মাছের দরপতন বলে দাবি ব্যবসায়ীদের। বিভিন্ন স্থান থেকে আনা সামান্য বরফ দিয়েই চলছে সামুদ্রিক মাছের পাইকারি বাজার বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। বরফের অভাবে ঢাকায় মাছ পাঠাতে পাছেন না ব্যবসায়ীরা।

ঘূর্ণিঝড় বুলবুলের পর এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বরগুনার পাথরঘাটা, তাই বন্ধ রয়েছে বরফ কলগুলো। যার প্রভাব পড়েছে সামুদ্রিক মাছের পাইকারি বাজারে।
বরফ না থাকায় গভীর সমুদ্রে না গিয়ে ধরা মাছ নিয়ে দ্রুত ঘাটে ফিরছেন জেলেরা।
জেলেরা জানান, গভীর সমুদ্রে যাওয়া যাচ্ছে না। একদিনের মধ্যে মাছ নিয়ে আবার চলে আসা লাগে।

এদিকে বিক্রির জন্য ঢাকায় পাঠাতে প্রয়োজনীয় বরফ না থাকায় মাছের দাম অর্ধেক কমে গেছে।

সংকট মোকাবিলায় সামান্য বরফ আনা হয়েছে বরিশাল ও খুলনা থেকে। জেলে, পাইকার ও আড়তদারদের যা কিনতে হচ্ছে দিগুণ দামে।

ঘূর্ণিঝড় বুলবুলের আগে কেজি সাইজের ইলিশের মণ ৩০ থেকে ৩২ হাজার টাকা ছিল, যা এখন বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ হাজার টাকায়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp