বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ব্যাংকে বোমা নিয়ে প্রবেশের ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক :: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় ব্যাংকে বোমা নিয়ে প্রবেশ করে ম্যানেজারকে জিম্মি করে টাকা লুটের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। ব্যাংকের ম্যানেজার এম ফরিদ আহমদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে বুধবার রাতে বাসন থানায় মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার সকালে বাসন থানার পুলিশ এ ঘটনায় গ্রেফতার যুবক আবু সিদ্দিককে গাজীপুর আদালতে পাঠিয়েছে। আদালতে ওই আসামির সাত দিনের রিমান্ড চাইবেন বলে জানিয়েছে পুলিশ।

আটক আবু বকর (৩২) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বিশারীঘাটা এলাকার মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা বোর্ড বাজার এলাকার বেলমন্ট গার্মেন্টসের চাকুরিচ্যুত শ্রমিক। বোর্ড বাজারের বটতলা এলাকায় বসবাস করেন তিনি। বুধবার রতে ওই যুবকের বোর্ড বাজারের বাসায় তল্লাশি চালায় পুলিশ।

এদিকে বুধবার বিকালে প্রাইম ব্যাংকে বোমা নিয়ে প্রবেশ করার পর বিকেলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা উপস্থিত হয়ে বোমাটি নিষ্ক্রিয় করেন। তখন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন তিনটি পাইপের সমন্বয়ে একটি ইমপ্রোভাইস ইলেকট্রনিক ডিভাইস (আইইডি) তৈরি করা হয়। এটিকে পাইপ বোমা বলা হয়ে থাকে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp