বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ব্রাজিলের দাপটে পেরুর শতভাগ সাফল্যের রেকর্ড ভাঙলো

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল আর পেরু। এবারের আসরে চ্যাম্পিয়ন হবে কোন দল? ম্যাচ শুরুর আগে যে দুটি রেকর্ড সামনে চলে এসেছিল, তাতে দ্বিধায় পড়ে গিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। এবার তবে কী হবে?

একটি পরিসংখ্যান কথা বলছিল ব্রাজিলের, আরেকটি আবার পেরুর। আয়োজক হয়ে ব্রাজিল কখনোই কোপার শিরোপা হাতছাড়া করেনি। অপরদিকে, পেরুও কখনো কোপার ফাইনালে উঠে হারেনি। রোববার রাতে যে কোনো একটি রেকর্ড নিশ্চিত করেই ভাঙছে, সেটা জানাই ছিল।

শেষ পর্যন্ত পেরুর রেকর্ডটাই টেনে ধরলো ব্রাজিল। রোববারের ফাইনালে তাদের ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেলেসাওরা। এতেই কোপার ফাইনাল না হারার শতভাগ রেকর্ডটি খুইয়ে বসেছে পেরু।

দুই দলের মধ্যে অবশ্য ফেবারিট ছিল ব্রাজিলই। দক্ষিণ আমেরিকার এই ফুটবল টুর্নামেন্টে ব্রাজিল এর আগে চ্যাম্পিয়ন হয়েছে মোট ৮ বার, পেরু ২ বার।

ব্রাজিল সর্বশেষ কোপা জেতে ২০০৭ সালে। পেরু সেই ১৯৭৫-এ। তারপর থেকে শিরোপা জেতা তো দূরের কথা, ফাইনালেই উঠতে পারেনি দলটি। ৪৪ বছর পর এবার ফাইনালে উঠলো, কিন্তু আটকা পড়ে গেল হলুদ-নীল জার্সিতে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp