বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভারতে বিক্রি হচ্ছে গোবরের কেক

অনলাইন ডেস্ক :: ভারতের সাংবাদিক সমর হলরংকর সোমবার এক টুইটার পোস্টে একটি দোকানে গোবরের কেক বিক্রি হওয়ার কথা জানিয়েছেন। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

তিনি এই পোস্টে দোকানটি থেকে তোলা এক প্যাকেট গোবরের কেকের ছবি সংযুক্ত করে লেখেন, আমার কাজিন এটি আমাকে দিয়েছে। আমার প্রশ্ন হলো এটি ভারতীয় গরু নাকি আমেরিকান গরুর গোবর থেকে তৈরি?

সমরের এই পোস্টে সংযুক্ত করা ছবিটিতে গোবরের কেকের প্যাকেটে লেখা, এতে ১০টি কেক আছে। এটি শুধু ধর্মীয় উদ্দেশ্যে, খাওয়ার জন্য নয়।

তার পোস্ট প্রকাশের পর কয়েকজন এতে হাস্যকর মন্তব্য করে। এক টুইটার ব্যবহারকারী লেখেন, গোবরের কেক তৈরি করে যুক্তরাষ্ট্রে ‘কাউ ডাং কুকি’ হিসেবে বাজারজাত করা ভালো।

আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, এসব কেক ভারতীয় গরুর গোবর থেকে তৈরি এমন কোনও নিশ্চয়তা নেই।

একজন টুইট করেন, ‘ভারতের পণ্য’। আরেকজন প্রশ্ন করেন, ‘এগুলো মহিষের গোবর থেকে তৈরি?

এক টুইটে বলা হয়, যদি কেউ এগুলো খেতে চায়, তবে তাকে খাওয়ার অনুমতি দেয়া উচিত।

এক টুইটার ব্যবহারকারী মনে করিয়ে দেন, এগুলো পাঞ্জাবে রান্নার কাজে ব্যবহৃত হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp