বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

‘ভালো না থাকা’ বিএনপির ভূরিভোজ : আলোচনা সভা


অনলাইন ডেস্ক :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে গত শুক্রবার রাতে পারগয়রা গ্রামে ভূরিভোজ হয়েছে। আয়োজনে ছিল র‍্যাফল ড্র ও আলোচনা সভাও। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ প্রায় ১০ হাজার লোক অংশ নেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহম্মেদের পৃষ্ঠপোষকতায় ওই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান।

সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে মইনুল হাসান বলেন, ‘এই সরকারের আমলে আমরা কেউ ভালো নেই। ভালো নেই দেশের মানুষ। আপনাদের উপস্থিতি আমাকে উজ্জীবিত করেছে। এখন সংগঠিত হওয়ার সময় এসেছে। সংগঠিতভাবে আন্দোলনের মাধ্যমে নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে হবে।’

গত শুক্রবার সকাল থেকে আয়োজন শুরু হয়। ভোজে গরু, মহিষ ও খাসির মাংসের পদ ছিল। রাত সাড়ে আটটার দিকে খাওয়াদাওয়া শুরু হয়। শেষে র‍্যাফল ড্র হয়। এতে ৪৬ জনকে পুরস্কার দেওয়া হয়। ভোজ শুরুর আগে রাত আটটার দিকে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর।

সভার শুরুতে জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান বলেন, ‘এই সরকারের আমলে আমরা নাগরিক ও ভোটের অধিকার হারিয়েছি। নাগরিক থেকে প্রজায় পরিণত হয়েছি। আমাদের মনে সব সময় অদৃশ্য বেদনা কাজ করে। প্রতিদিন আমাদের নিপীড়ন ও মামলা-হামলার মধ্যে জীবন যাপন করতে হয়। এর মধ্যেও আপনাদের উপস্থিতি আমাকে উজ্জীবিত করেছে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বলেন, ‘ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর সুচিকিৎসা হচ্ছে না। অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আজকে যেভাবে আপনারা সংগঠিত হয়েছেন, এভাবে সুসংগঠিত হয়ে আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করতে হবে।’

জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক কবির আহম্মেদ বলেন, ‘দেশে আওয়ামী লীগ সরকারের দমন-নিপীড়ন চলছে। এই বাস্তবতায় নেতা-কর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন। অনেকে দল থেকে বিচ্ছিন্ন রয়েছেন। তাঁদের একত্র ও দলকে চাঙা করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp