বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

‘ভালো মানুষ তো যৌনকর্মীদের পাশে দাঁড়াবে না, তাই আমি দাঁড়িয়েছি’

করোনা মহামারিতে আয় বন্ধ হওয়া ভাসমান যৌনকর্মীদের খাওয়াতেন রিনা আকতার। টানা চার মাস দৈনিক প্রায় ২০০ যৌনকর্মীর খাবার ব্যবস্থা করেন। এসব খাবারের মধ্যে ছিল ভাত, সবজি, ডিম ও মাংস।

এক সময় নিজেও যৌনকর্মী ছিলেন ফলে অন্যদের আর্থিক ও সামাজিক অবস্থার খবর সহজেই বুঝতে পারেন তিনি। তাই মহামারিকালে এগিয়ে আসেন ভাসমান যৌনকর্মীদের সাহায্যে।

এই অবদানের কারণে রিনা আকতারের নাম এবার উঠে এসেছে ‘বিবিসি ১০০ নারী’ তালিকায়। তালিকায় ৬ নম্বরে রয়েছেন রিনা আক্তার।

আট বছর বয়সে রিনাকে তার এক স্বজন যৌনপল্লিতে বিক্রি করে দেন। সেখানেই তিনি বেড়ে ওঠেন তিনি।

রিনা আক্তার যৌনকর্মীদের সংগঠন দুর্জয় নারী সংঘের সাংগঠনিক সম্পাদক। আর যৌনকর্মী সংগঠনগুলোর জোট সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের সদস্য।

তিনি বলেন- ‘ভালো মানুষ তো যৌনকর্মীদের পাশে দাঁড়াবে না, তাই আমি দাঁড়িয়েছি। তাদের সন্তানেরাও যেন এ কাজ করতে বাধ্য না হয়, সেই চেষ্টা করেছি।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp