বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম বিষয়ক প্রেস ব্রিফিংয়ে ঝালকাঠির জেলা প্রশাসক

ঝালকাঠি প্রতিনিধি ::: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন- গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম বিষয়ক প্রেস ব্রিফিংয়ে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন“ উপকারভোগী পরিবারের সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বচ্ছলতা ফিরিয়ে এনে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করার চেস্টা চলছে। জেলা কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, সমাজকল্যাণ বিভাগ ও যুব উন্নয়ন বিভাগের মাধ্যমে উপকারভোগীদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্ভী করার করা হচ্ছে। নারীরা হাস-মুরগী পালন, বৃক্ষরোপন ও দোকান বসিয়ে ব্যবসা করে সুখী জীবনযাপন করছে। উপকারভোগী পরিবারের ছেলে মেয়েরা শতভাগ স্কুলে যাচ্ছে এবং আনন্দের সাথে লেখাপড়া করছে। সোমবার (২০ মার্চ) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংকালে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ভূমিহীন-গৃহহীন উপকারভোগ দের মানোন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। তিনি প্রেসব্রিফিং আরো জানান, ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে ১ম পর্যায় ৪৭৪জনকে, ২য় পর্যায়ে ৪৭২ জনকে, ৩য় পর্যায়ে ৩৯৫ জনকে পরবর্তী পর্যায়ে সব মিলিয়ে ৬৮২ জনকে ও ৪র্থ পর্যায়ে ১৯৫ জনকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক ভূমিহীন- গৃহহীন পরিবারের সুখী ও সমৃদ্ধশালী জীবন যাপন করার প্রত্যাশার কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) লতিফা জান্নাতি, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: রুহুল আমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত, ট্রেজারী ও ত্রাণ ও পুনর্বাসন শাখা) অংছিং মারমা, বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp