বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভোলায় অতিরিক্ত দামে তেল বিক্রি করায় জরিমানা

স্টাফ রিপোর্টার :: ভোলা শহরের গাজীপুর রোডে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করার অপরাধে মডেল রেন্ট-এ-কার অ্যান্ড মা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দোকান মালিককে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

রবিবার সন্ধ্যায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়।

জানা গেছে, মা স্টোর জ্বালানি তেল ৯৫ টাকা লিটার বিক্রি করে। যার বাজার মূল্য (খুচরা) ৯০ টাকা। এক ভুক্তভোগী ক্রেতা এ ব্যাপারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ভোলা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। এ সময় দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালত ৩৮ থেকে ৪০ ধারা অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় তারা বলেন, বর্তমানে তেলের দাম স্থিতিশীল অবস্থায় আছে। কিছু অসাধু ব্যবসায়ী অতিমুনাফার লোভে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করেন। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp