বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভোলায় ঘুষ না নেয়ায় এসিল্যান্ডকে হুমকি, দুইজনের সাজা

অনলাইন ডেস্ক :: ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. কাওছার হোসেনকে ঘুষের প্রলোভন ও হুমকি দেয়ায় দুইজনকে আটক করে সাজা দিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদর উপজেলা এসিল্যান্ডের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন- খলিল হোসেন নলী (৬০) ও মোশারেফ হোসেন (৫৫)। এদের মধ্যে খলিল হোসেন নলীকে এক মাসের কারাদণ্ড ও মোশারেফ হোসেনকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড মো. কাওছার হোসেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার দিনব্যাপী ভোলা সদরের মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ভেদুরিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তলন করার সময় একটি ড্রেজার জব্দ করা হয়। এর সঙ্গে জড়িতরা ওই সময় পালিয়ে যায়। এ ঘটনা বুধবার দুপুরে ওই ড্রেজার ছাড়িয়ে নিতে দুইজন অফিসে এসে আমাকে ঘুষের প্রলোভন দেখায়। এতে অস্বীকৃতি জানালে তারা হুমকি দেয়। ফলে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp