বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভোলায় পুলিশের ওপর হামলার নির্দেশদাতা ছাত্রদল সভাপতি সবুজ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বোরহানউদ্দিন ঈদগা মাঠে প্রতিবাদ সমাবেশের একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। ওই মাঠের পাশেই মার্কাস মসজিদ। মসজিদের দোতলার মেঝেতে অসংখ্য ইট। উচ্ছৃঙ্খল লোকজন যাতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে না পারে সেজন্য মুসল্লিরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাধা দিতে। কিন্তু তারপরও শার্ট গেঞ্জি জিন্স প্যান্ট পরা কিছু অল্প ও মধ্য বয়সী যুবক দোতলায় ঢুকে পড়ে। এরপর নিচে আরেক দল লোক লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা এক পর্যায়ে লাঠিগুলো ওপরে নিক্ষেপ করে হামলাকারীদের কাছে। এ সময় কিছু যুবক ওই লাঠি নিয়ে তা-ব চালায়। জানা যায়, মসজিদের ভেতরের রুমে তখন আটকা ছিল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একে এম এহসানউল্লাহসহ পুলিশ সদস্যরা।

তারা প্রাণ বাঁচাতে মসজিদের ভেতরে আশ্রয় নেন। কিন্তু তাদের ওপর হামলা চালাতে মসজিদের রুমের দরজা লাঠি দিয়ে ভাঙ্গার চেষ্টা চালানো হয়। এ সময় কিছু মুসল্লি উত্তেজিত যুবকদের থামাতে প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে দেখা যায়, পরিস্থিতি সামাল দিতে এবং নিজেদের বাঁচাতে একের পর এক অতর্কিতভাবে গুলি চালায় পুলিশ। এরই এক পর্যায়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাকে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এদিকে সংঘর্ষ শেষে দেখা যায় চার যুবক নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয় দুই শতাধিক মানুষ।

এখানে দেখুন মাদরাসার ছাত্ররা পুলিশকে বাঁচাতে এগিয়ে আসে

https://www.youtube.com/watch?time_continue=27&v=4B1MlYtk8Pw

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে আরও দেখা যায়, রবিবার বিক্ষোভ সমাবেশের শুরুতে মাঠের ভেতরে এক যুবক আল্লাহ ও নবীকে নিয়ে ফেসবুকে মেসেজ দেয়া যুবক বিপ্লব চন্দ্র শুভকে ইঙ্গিত করে বলতে থাকে ‘ওকে গুলি করে মারে না কা।’ বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জানান, তিনি ওই যুবকের ভিডিও ফুটেজ দেখেছেন। তিনি নিশ্চিত করে বলেন, ওই যুবকের নাম আশ্রাফ আলী সবুজ। সে ছাত্রদলের সভাপতি। এছাড়াও ওই সমাবেশে যুবদলের এক নেতা এবং প্রতিবাদ সভার মঞ্চে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের সাবেক এক আমীর ছিলেন। তিনি আরও বলেন, যা ঘটেছে তৌহিদী জনতার নামে, সেটা বিএনপি জামায়াতের চক্রান্ত। বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতির নাম আশ্রাফ আলী সবুজ বলে নিশ্চিত করেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ জানান, তারা ফেসবুকে ভাইরাল হওয়া ওই যুবকের ‘ওকে গুলি করে মারে না কা’ ভিডিওটি নিশ্চিত হতে যাচাই-বাছাই করছে। নিশ্চিত হলে বলা যাবে। তদন্ত চলছে। এটা নিয়ে কাজ চলছে। তিনিও ওই যুবকের নাম আশ্রাফ আলী সবুজ বলে শুনেছেন। ওসিকে তদন্তের জন্য বলেছি। এছাড়াও যারা হামলা করেছে তাদের ভিডিও ফুটেজ দেখে আলাদা আলাদাভাবে নাম-পরিচয় বের করার কাজ চলছে। এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে শহরের পরিস্থিতি শান্ত ছিল। তবে বিকেলে সর্বদলীয় মুসলিম ঐক্যপরিষদের ডাকা বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে জনমনে এক ধরনের ভীতি বিরাজ করছিল। কিন্তু ভোলার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৪শ’ পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয় বলে পুলিশ সূত্র জানায়। তাদের ভোলার বিভিন্নস্থানে বাসযোগে পাঠানো হয়। বেলা সাড়ে ১১টা থেকে ভোলা বাংলা স্কুল মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রচুর নেতাকর্মী অবস্থান নেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp