বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভোলায় পুলিশে চাকুরী দেয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে প্রতারক আটক

হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন প্রতিনিধি ::: ভোলার বোরহানউদ্দিনে পু‌লি‌শে চাকুরী দেওয়ার না‌মে লক্ষ-লক্ষ টাকা হা‌তি‌য়ে নেওয়ায় মাহাবুব নামক প্রতারক চ‌ক্রের এক সদস‌্যকে আটক ক‌রে‌ছে পু‌লিশ ।

বুধবার (১ মে) রাতে বোরহানউ‌দ্দিন থানার এসআই জ‌সিমসহ সঙ্গীয় ফোর্স অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে আটক ক‌রেন ।

আটককৃত মাহাবুব বড়মা‌নিকা ইউ‌নিয়‌নের ৩নং ওয়া‌র্ডের র‌শিদ মিস্ত্রীর ছে‌লে।

পু‌লিশ জানায়, গত ২০ মার্চ ভোলায় পু‌লিশ ক‌ন‌ষ্টেবল নি‌য়োগ প‌রিক্ষা অনু‌ষ্ঠিত হয়। ওই নিয়ো‌গ প‌রিক্ষায় প্রতারক মাহাবুবসহ এক‌টি চক্র পুলিশের চাকুরী দেওয়ার নামে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। বোরহানউ‌দ্দিন উপজেলার বড়মা‌নিকা ইউনিয়নের ৩ নং ওয়া‌র্ডের সাইফুল্লা’র ছে‌লে‌ মোবারক করিমকে চাকুরী দেয়ার ‌নামে ১৭ লাখ টাকার চু‌ক্তি ক‌রেন প্রতারক চক্রটি। এর ধারা‌বাহিকতায় দুইবা‌রে ১২ লাখ টাকা হা‌তি‌য়ে নেয় চ‌ক্রের দুই সদস‌্য মামুন ও মাহাবুব। মাহাবুব‌কে আটক কর‌লেও প্রতারক চ‌ক্রের মূলহোতা মামুন টাকা নেয়ার পর থে‌কেই পালাতক রয়েছেন।

ভুক্ত‌ভোগী মোবারক করিমের মা ফাইজা আক্তার জানান, চক্রটি আমার ছে‌লে‌কে পু‌লি‌শে চাকুরী দেয়ার কথা ব‌লে আমার কাছ থে‌কে ১২লাখ টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ আমা‌কে সর্বশান্ত ক‌রে দি‌য়ে‌ছে। কোন উপায় না পে‌য়ে আ‌মি থানায় মামলা রুজু ক‌রি ।

এ ব্যাপারে বোরহানউ‌দ্দিন থানার ওসি মোঃ শা‌হিন ফ‌কির জানান, প্রতারণা মামলায় মাহাবুব না‌মে একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। পু‌লি‌শে চাকুরী পে‌তে অনলাই‌নে মাত্র ১৬৪ টাকা খরচ হয়। এর বাই‌রে কেহ য‌দি বাড়‌তি টাকা দি‌য়ে পু‌লিশে নি‌য়ো‌গে প্রতারণার স্বীকার হয় তা‌কে সর্বপ্রকার আই‌নি সহায়তা দেওয়া হ‌বে।’’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp