বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভোলায় সাড়ে ২ হাজার ৩৫০ মণ সরকারি চাল উদ্ধার, মিল সিলগালা

 

 

ভোলা প্রতিনিধি :: ভোলা জেলা শহরের চরনোয়াবাদে বিসিক শিল্প নগরীতে খান ব্রাদার্স নামের মিলে খাদ্য মন্ত্রণালয়ের ২ হাজার ৩৫০ মণ চাল অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডে প্যাকেটজাত করার সময় উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মিলটি সিলগালা করা হয়।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হোসেন চালগুলো উদ্ধার করেন।

এছাড়া মিলের ম্যানেজার মো. মোতালেবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। মোতালেব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোজাফফর সিকদারের ছেলে।

সহকারী কমিশনার কাউছার হোসেন বলেন, খান ব্রাদার্স মিলে ১০৩ মেট্রিক টন চাল ছিল। এর মধ্যে ৩ হাজার ২০০ বস্তায় ৯৪ মেট্রিক টন (২ হাজার ৩৫০ মণ) চাল খাদ্য মন্ত্রণালয়ের। বিভিন্ন চালের সঙ্গে এসব সরকারি চাল মিশিয়ে অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডে প্যাকেট করে বাজারজাত করা অভিযোগের প্রমাণ মিলেছে তাদের ‍বিরুদ্ধে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp