বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভোলায় স্কুলছাত্রের তেলবিহীন ভেকু মেশিন আবিষ্কার, ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি

অনলাইন ডেস্ক: তেল ছাড়াই পানি দিয়ে চালানোযোগ্য ভেকু মেশিন (মাটি কাটার যন্ত্র) আবিষ্কার করেছে ভোলার মনপুরার সাকিব আল হাসান নামের সপ্তম শ্রেণির এক ছাত্র। মেশিনটি উদ্ভাবনে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কয়েক মাস আগে বাড়ির পাশে ভেকু মেশিন দিয়ে সরকারি বেড়িবাঁধ নির্মাণ দেখে অনুপ্রাণিত হয়ে তেলের পরিবর্তে কিভাবে পানি দিয়ে মাটি কাটার ভেকু মেশিন চালানো যায় তা নিয়ে দিন-রাত চিন্তা করে সাকিব। অবশেষে সফলতা পায় ।

সাকিব জানায়, ভেকু মেশিনটির ডেমো বানাতে ইনজেকশনের সিরিঞ্জ, পানি, কাঠ ও লৌহা ব্যবহার করেছে। এর আগে সে ব্যাটারিচালিত পাম্প মেশিন বানিয়েছেন। তবে ব্যাটারিচালিত হেলিকপ্টার বানানোর পরিকল্পনা নিয়ে অনেক দূর এগুলোও অর্থাভাবে তা শেষ করতে পারছে না। লেখা-পড়া করে বড় বিজ্ঞানী হতে চায় এ শিক্ষার্থী।

সাকিব উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসে তার বানানো ভেকু মেশিনটি শিক্ষক ও শিক্ষার্থীদের চালিয়ে দেখায়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের কার্যালয়ে ভেকু মেশিনটি চালিয়ে দেখায় সে। পরে উপজেলা নির্বাহী অফিসার তাকে এক হাজার টাকা পুরস্কার দেন।

সাকিব আল হাসান উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র কাঠমিস্ত্রী ফখরুল ইসলাম ও গৃহিণী মাছুমা বেগমের সন্তান।

সাকিবের বাবা ফখরুল ইসলাম জানান, ছেলের পড়ালেখার খরচ যোগাতে কষ্ট হচ্ছে। তারপরও সে নতুন নতুন যন্ত্র বানানোর জন্য কাঠ, লোহা, সুপার গ্লু, মোটর কিনে আনার বায়না করে। সে নতুন কিছু বানালে খুশিতে মন ভরে উঠে। কিন্তু ভবিষ্যতে ছেলের নতুন নতুন যন্ত্র বানানোর সামগ্রী ও লেখাপড়া করানো সম্ভব হবে কি-না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান জানান, সাকিবের আবিষ্কৃত ভেকু মেশিনটি জাতীয় বিজ্ঞান জাদুঘরে পাঠানো হবে।

এছাড়াও তাকে স্কুলে বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp