বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভ্যানে চড়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের কাজ ঘুরে দেখলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি ::: ভ্যানে চড়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে দেখেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় সৈকতে চলমান পানি উন্নয়ন বোর্ডের কাজ পরিদর্শন করেন তিনি।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভ্যানে চড়ে জিরো পয়েন্ট এলাকায় পরিদর্শন করতে করতে আসেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় পৃথিবীর অনেক উন্নয়নমূলক কাজ থমকে আছে। বাংলাদেশেও এর বিচ্যুতি ঘটেনি। এরপরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। কুয়াকাটা সৈকতের ভাঙন রক্ষায় ৯৭৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একনেকে পাস হলে আগামী বছর আমরা স্থায়ী কাজ শুরু করবো।

চলমান জিও টিউবের কারণে সৈকতে সৌন্দর্য এবরোথেবরো হচ্ছে স্বীকার করে তিনি বলেন, বড় প্রকল্প আসার আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। কুয়াকাটাকে রক্ষার জন্য চেষ্টা করছে সরকার।

এর আগে প্রতিমন্ত্রী বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সভা উদ্বোধন করেন। কুয়াকাটায় একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ সহ বরিশাল সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp