বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মঠবাড়িয়ায় পুকুরের পানি নষ্ট করে এ কেমন শত্রুতা?

মঠবাড়িয়া প্রতিনিধি ::: পিরোজপুরের মঠবাড়িয়ায় ৮ নং আমড়াগাছিয়া ইউনিয়নের একটি পারিবারিক ব্যবহৃত পুকুরের পানি পূর্ব শত্রুতার জের ধরে ইচ্ছাকৃতভাবে ময়লা – আবর্জনা ফেলে পানি দুষিত করার অভিযোগ উঠেছে একটি দুর্বৃত্ত পরিবারের বিরুদ্ধে।মধ্য সোনাখালী গ্রামের ভুক্তভোগী পরিবারটির মালেক ফরাজি স্হানীয়ভাবে কোন সুষ্ঠু সুরাহা না পেয়ে প্রশাসনের নিকটও বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন।এক পর্যায়ে পুকুরে বর্জ্য ফেলার বিষয়ে সাংবাদিকদের জানালে সরেজমিনে উপস্হিত হয়ে সত্যতা পাওয়া যায়।আর এ পশুসুলভ আচরণ করে শত্রুতা মেটাচ্ছেন ভুক্তভোগী মালেক ফরাজির আপন ভাই কাদের ফরাজি।

সরেজমিনে দেখা যায়,মধ্য সোনাখালী গ্রামের মালেক ফরাজির বসত ঘর সংলগ্ন পুকুরের পানিতে থালা বাসন ধৌত করছেন মালেক ফরাজির স্ত্রী।পাশে বসে তার ৫ বছর বয়সী নাতনী ওই পুকুরের পানিতে হাত মুখ ধুয়ে কুলি করছে।অথচ পুকুরটির পশ্চিম পার্শ্বে দেখা যায় ময়লা – আবর্জনার ভাগাড়।কখনো ছাই ফেলা হচ্ছে আবার কখনো গোবর,কখনো বাচ্চাদের মল মূত্র খড় কুটা দিয়ে ফেলা হচ্ছে পুকুরে।কলা গাছের পাতা সহ অন্যান্য লতা পাতা ফেলায় পানি কালো হয়ে গেছে।

স্হানীয়রা জানান,কাদের ফরাজি ভুক্তভোগী পরিবারটিকে বাড়ি ছাড়া করার জন্যই বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।পরিকল্পিত ক্ষতিসাধনের মধ্যে পুকুরের পানি দুষিত করা একটি প্লান।উদ্দেশ্য বাড়ি ছাড়া করা।পান থেকে চুন খসার অজুহাত দেখিয়ে নানা ইস্যু তৈরি করে পায় পাড়া দিয়ে ঝগড়া বাধাঁনো কাদেরের পরিবারের একটি রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।গাছের চারা লাগালে ভেঙ্গে ফেলা, আইলের বেড়া উপড়ে ফেলা, আপন ভাইয়ের জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগ রয়েছে কাদেরের বিরুদ্ধে।এখনও কেউ জানে না তার শক্তি কোথায়?

প্রতিবেশীর পুকুরে কেন ময়লা – আবর্জনা ফেলান এমন প্রশ্নের জবাবে কাদের জানান,ওই পুকুরে আমার এক হাত জমি আছে।আমি আমার জমিতে পায়খানা দিলে তাতে সমস্যা কি?এমন খামখেয়ালীপনা আচরনে স্হানীয় কেউ যেতে চান না কাদেরের বাড়ির সালিশীতে।

এ ব্যাপারে স্হানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল ফরাজি জানান,”জমিজমা নিয়ে বিরোধ থাকতে পারে – তাই বলে,ব্যবহার করা একটি পুকুরে শত্রুতামূলক ময়লা – আবর্জনা ফেলা ঠিক নয়।এর সুষ্ঠু সুরাহা হওয়া দরকার।”

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp