বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মঠবাড়িয়ায় ৩ ক্লিনিককে ৫৫ হাজার টাকা জরিমানা

মঠবাড়িয়া প্রতিনিধিঃপিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ৩টি ক্লিনিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী জানান, মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়নের আঃ রাজ্জাক ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশন করায় এবং অপারেশন থিয়েটারের পরিবেশ ও নার্সদের স্বচ্ছতা না থাকায় ১০ হাজার টাকার জরিমানা এবং ওই ক্লিনেকের ভুয়া চিকিৎসক আমির হোসেন ভুইঁয়াকে ( সুজন) ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ওই ভুয়া চিকিৎসক মঠবাড়িয়া পৌর শহরের মহিমা ক্লিনিক ও সৌদি প্রবাসী হাসপাতালেও ভুয়া পরিচয় দিয়ে অপারেশন করতেন।

তিনি আরও জানান, মহিমা ক্লিনিকের মালিক নিজেও ওই ভুয়া চিকিৎসকের সাথে রোগীদের অপারেশন কাজে জড়িত থাকায় মোস্তফা কামাল নামে ওই মালিককে ৩ মাসের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সুজন নামের ওই একই ভুয়া চিকিৎসক পৌর শহরের সৌদি প্রবাসী হাসপাতালেও ভুয়া পরিচয়ে অপারেশন করায় হাসাপাতালটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp