বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মনোনয়ন প্রত্যাহার করলেন যুবলীগ নেতা আপেল, কাঁদলেন হাজারো মানুষ

অনলাইন ডেস্ক :: ঠাকুরগাঁও পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় অবশেষে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১২টায় ঠাকুরগাঁও রিভাভিউ উচ্চ বিদ্যালে মাঠে পৌর শহরের সাধারণ ভোটারদের মাঝে মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি তুলে ধরলে কান্নায় ভেঙে পড়েন হাজারো নারী-পুরুষ।

মনোনয়ন প্রত্যাহারকারী যুবলীগ নেতা আব্দুল মজিদ আপেল বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভেঙে বিদ্রোহী হয়ে নির্বাচন করলে সারাজীবন বিদ্রোহীর কালিমা লেগে থাকবে। এতে করে নির্বাচনে জয়ী হয়েও শান্তি পাব না। তাই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে ও দলীয় নেতাদের মতামতে মনোনয়নপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘পৌর শহরের এতো মানুষ আমাকে ভালোবাসে আগে জানতাম না। মানুষের চোখের পানিই বলে দিচ্ছে আমি কতটুকু আস্থা অর্জন করতে পেরেছি। এই ভালোবাসা যেন ধরে রাখতে পারি। বিপদে-আপদে সাধারণ মানুষের যেন সেবা করতে পারি, এটাই প্রত্যাশা।’

কান্নাজড়িত কণ্ঠে কুলসুম বেগম নামের এক নারী বলেন, ‘আমাদের আপেল খুবই ভালো ছেলে। বিপদে-আপদে সব সময় পাশে পাই। মনে করেছিলাম, আপেল মেয়র হয়ে জনগণের সেবা করবে। কিন্তু তাকে মেয়র হিসেবে দেখতে পেলাম না।’

কলেজপাড়া এলাকার মিজানুর রহমান বলেন, ‘পৌর নির্বাচনে আব্দুল মজিদ আপেল স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকলে বিপুল ভোটে জয়ী হতেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তার প্রত্যাহারের কথা শুনে খুবই কষ্ট পেলাম।’

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। শেষ পর্যন্ত পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য আরজুমানা আরা বন্যা, বিএনিপর মনোনীত জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp