বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মহান আল্লাহর পথে কখন দান করবেন?

অনলাইন ডেস্ক ::: দান-সাদকা উত্তম ইবাদত। তবে নিজের ও পরিবারের খরচ মিটিয়ে আল্লাহর পথে ব্যয় করাই উত্তম। আল্লাহর পথে দান করলে বিপদ-মুসিবত দূর হয়। এই জন্য মুসিবত আসার আগে আল্লাহর পথে দান করা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন-

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنۡفِقُوۡا مِمَّا رَزَقۡنٰکُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَ یَوۡمٌ لَّا بَیۡعٌ فِیۡهِ وَ لَا خُلَّۃٌ وَّ لَا شَفَاعَۃٌ ؕ وَ الۡکٰفِرُوۡنَ هُمُ الظّٰلِمُوۡنَ

‘হে মুমিনগণ! আমি তোমাদের যে রিজিক দিয়েছি, তা থেকে দান করো, সে দিন আসার আগে, যে দিন কোনো বেচাকেনা থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো সুপারিশ থাকবে না। আর অবিশ্বাসীরাই সীমালঙ্ঘনকারী।’ (সুরা বাকারা: আয়াত ২৫৪)

কোথায় থেকে দান করবেন?

আল্লাহ তাআলা কোরআনুল কারিমের অন্য এক আয়াতে ঘোষণা করেন-

وَ اَنۡفِقُوۡا مِنۡ مَّا رَزَقۡنٰکُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَ اَحَدَکُمُ الۡمَوۡتُ فَیَقُوۡلَ رَبِّ لَوۡ لَاۤ اَخَّرۡتَنِیۡۤ اِلٰۤی اَجَلٍ قَرِیۡبٍ ۙ فَاَصَّدَّقَ وَ اَکُنۡ مِّنَ الصّٰلِحِیۡنَ

‘আর আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে দান কর; তোমাদের কারো মৃত্যু আসার আগে। কেননা তখন সে বলবে, হে আমার প্রতিপালক! যদি আপনি আমাকে আরও কিছুদিন পর্যন্ত অবকাশ দিতেন, তাহলে আমি দান-সদকাহ করতাম। আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম।’ (সুরা মুনাফিকুন: আয়াত ১০)

কখন দান করবেন?

সচ্ছল ও অসচ্ছল সর্বাবস্থায়ই দান করা কল্যাণকর। আল্লাহ তাআলা এ বিষয়টিও কোরআনুল কারিমে সুস্পষ্ট করেছেন এভাবে-

الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ فِی السَّرَّآءِ وَ الضَّرَّآءِ وَ الۡکٰظِمِیۡنَ الۡغَیۡظَ وَ الۡعَافِیۡنَ عَنِ النَّاسِ ؕ وَ اللّٰهُ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ

‘যারা সুসময়ে ও দুঃসময়ে দান করে এবং রাগ নিয়ন্ত্রণ করে ও মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। (সুরা আল-ইমরান: আয়াত ১৩৪)

অন্য আয়াতে মহান আল্লাহ আরও ঘোষণা দেন-

وَ اَنۡفِقُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰهِ وَ لَا تُلۡقُوۡا بِاَیۡدِیۡکُمۡ اِلَی التَّهۡلُکَۃِ ۚ وَ اَحۡسِنُوۡا اِنَّ اللّٰهَ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ

‘আর তোমরা আল্লাহর রাস্তায় দান কর এবং নিজ হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না। আর সৎ কর্ম কর। নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন।’ (সুরা বাকারা: আয়াত ১৯৫)

পরিবারের জন্য ব্যয় উত্তম দান

পরিবার পরিজনদের জন্য ব্যয় করাটাও দান তুল্য। আল্লাহ তাআলা এ বিষয়টি কোরআনুল কারিমে এভাবে তুলে ধরেছেন-

فَاتَّقُوا اللّٰهَ مَا اسۡتَطَعۡتُمۡ وَ اسۡمَعُوۡا وَ اَطِیۡعُوۡا وَ اَنۡفِقُوۡا خَیۡرًا لِّاَنۡفُسِکُمۡ ؕ وَ مَنۡ یُّوۡقَ شُحَّ نَفۡسِهٖ فَاُولٰٓئِکَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ

‘আর তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, শ্রবণ করো, আনুগত্য করো এবং তোমাদের নিজেদের (পরিবারের) কল্যাণে ব্যয় করো; আর যাদের অন্তরের কার্পণ্য থেকে রক্ষা করা হয়, তারাই মূলত সফলকাম।’ (সুরা তাগাবুন: আয়াত ১৬)

হাদিসে পাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবারের প্রতি ব্যয়ের বিষয়টি আরও সুস্পষ্ট করেছেন এভাবে-

হজরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সর্বোত্তম দিনার হলো ঐ দিনার যা নিজের সন্তান-সন্তুতি ও পরিবারের জন্য ব্যয় করা হয়। আর সে দিনারও উত্তম যে দিনার জিহাদের জন্য রক্ষিত পশুর জন্য ব্যয় করা হয়। আর সে দিনারও উত্তম যে দিনার জিহাদে অংশগ্রহণকারী স্বীয়-সঙ্গীদের জন্য খরচ করা হয়।’ (মুসলিম ৯৯৪)

দানের প্রতিদান

দান-সাদকা করলে আল্লাহ তাআলা তার প্রতিদান প্রদান করেন। আল্লাহর দেওয়া এ প্রতিদান দ্বিগুণ হবে। কেননা দান করা হলো আল্লাহকে ঋণ দেওয়ার সমান। কোরআনুল কারিমে মহান আল্লাহ এমনটিই ঘোষণা করেছেন-

اِنۡ تُقۡرِضُوا اللّٰهَ قَرۡضًا حَسَنًا یُّضٰعِفۡهُ لَکُمۡ وَ یَغۡفِرۡ لَکُمۡ ؕ وَ اللّٰهُ شَکُوۡرٌ حَلِیۡمٌ

‘যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তিনি তা তোমাদের জন্যে দ্বিগুণ করে দেবেন এবং তোমাদের মাফ করে দেবেন। আল্লাহ গুণগ্রাহী, পরম ধৈর্যশীল।’ (সুরা তাগাবুন: আয়াত ১৭)

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখনই আল্লাহর বান্দারা প্রত্যুষে শয্যা ত্যাগ করে, তখনই দুজন ফেরেশতা অবতীর্ণ হন। তন্মধ্যে একজন বলতে থাকেন, হে আল্লাহ! তুমি দাতা ব্যক্তিকে প্রতিদান দাও। অন্যজন বলতে থাকেন, হে আল্লাহ! কৃপণ ব্যক্তিকে ধ্বংস করো।’ (বুখারি ২/১৪৪২)

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফরমান, ‘হে আদম সন্তান! তুমি দান করতে থাকো, আমিও তোমাকে দান করতে থাকবো।’ (বুখারি, হাদীসে কুদসি ৫৩৫২)

মনে রাখতে হবে

দান একটি শস্য বীজ দানার ন্যায়। যা বাড়তেই থাকে। আল্লাহ তাআলা বলেন-

مَثَلُ الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَهُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ کَمَثَلِ حَبَّۃٍ اَنۡۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِیۡ کُلِّ سُنۡۢبُلَۃٍ مِّائَۃُ حَبَّۃٍ ؕ وَ اللّٰهُ یُضٰعِفُ لِمَنۡ یَّشَآءُ ؕ وَ اللّٰهُ وَاسِعٌ عَلِیۡمٌ

‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো। যা সাতটি শীষ উৎপন্ন করলো, প্রতিটি শীষে রয়েছে একশত দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সুরা বাকারা: আয়াত ২৬১)

হজরত খুরাইম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে আল্লাহর পথে একটি বস্তু দান করলো, তার জন্য সাতশতগুণ সওয়াব লেখা হবে।’ (তিরমিজি ৬২৫)

সুতরাং দান করতে হবে সবচেয়ে প্রিয় বস্তু। আর প্রিয় বস্তু দান করাই উত্তম। বিষয়টি আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেন-

لَنۡ تَنَالُوا الۡبِرَّ حَتّٰی تُنۡفِقُوۡا مِمَّا تُحِبُّوۡنَ وَ مَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیۡمٌ

‘তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না, যতক্ষণ না ব্যয় করবে তা থেকে, যা তোমরা ভালোবাস। আর যা কিছু তোমরা ব্যয় করবে, তবে নিশ্চয়ই আল্লাহ সে বিষয় সম্পর্কে অবগত।’ (সুরা আল-ইমরান: আয়াত ৯২)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআন-সুন্নাহর দিকনির্দেশনা অনুযায়ী বেশি বেশি দান-সাদকা করার তাওফিক দান করুন। দানের সব প্রতিদিন বেশি বেশি পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp