বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মানবিক কারণে ছাড়া পেল আটকে রাখা দূরপাল্লার বাস

দূরপাল্লার বাস আটকে দেয়ায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম প্রান্ত থেকে সিরাজগঞ্জের নলকা মোড় পর্যন্ত যানজট দেখা দেয়। এতে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি পড়ে যায়। তবে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মানবিক কারণে দূরপাল্লার বাসগুলো ছেড়ে দেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৮ মে) রাত পৌনে ৮টার দিকে সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী অনেক দূরপাল্লার বাস চলার চেষ্টা করলে সিরাজগঞ্জের মহাসড়কে আটকে দেয়া হয়। অনেকে ফাকি দিয়ে গেলেও টোল প্লাজায় গিয়ে আটকে যায়। এদের মধ্যে অনেকেই দুদিন হলো এখানে আটকে ছিল। পরবর্তীতে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মানবিক কারণে দূরপাল্লার বাসগুলো ছেড়ে দেওয়ার পরে মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

ইন্সপেক্টর আব্দুল গণি বলেন, ‘আজকের পর আর কোনো দূরপাল্লার বাসকে কোনোভাবেই ছাড়া দেয়া হবে না।’

উল্লেখ্য, মহাসড়কে দূরপাল্লার বাস চলাচলের চেষ্টা করলে সরকারি নির্দেশনা অনুযায়ী বাসগুলোকে আটকে দেয়া হয়। এতে শনিবার (৮ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হতে নলকা এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি ট্রাকের দীর্ঘ সারি ও যানজটের সৃষ্টি হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp