বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মাফিয়াদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ, যা বললেন বলিউড বাদশাহ

অনলাইন ডেস্ক :: বলিউড বাদশাহ শাহরুখকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার জনপ্রিয়তা আকাশচুম্বী। কঠোর পরিশ্রম, অধ্যাবসায় আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছে। সবশেষ আনন্দ এল রাইয়ের ‘জিরো’ সিনেমায় দেখা মিলেছিল তার।

প্রায় দুই বছর পর এবার ‘পাঠান’ নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন রোমান্সের কিং। অনেকেই মনে করছেন নতুন এই সিনেমা দিয়ে বলিউডে আবার রেকর্ড ব্রেকিং সাফল্য নিয়ে আসতে যাচ্ছেন তিনি।

কিন্তু বেশ কয়েকবছর আগের কথা, একসময় শাহরুখকেই মুম্বাই থেকেই বিতাড়িত করার বেশ আলোচনা উঠেছিল।

তারকাদের নিয়ে গুজব থাকা খুব স্বাভাবিক একটি ব্যাপার। তবে এর মধ্যে কিছু গুজব ধরা দেয় বেশ প্রকটভাবে। ঠিক এমনটাই ঘটেছিলো বলিউড বাদশাহ’র সঙ্গেও।

শাহরুখের ক্যারিয়ার যখন তুঙ্গে তখন গুজব ছড়িয়ে পড়ে মুম্বাইয়ের নানা মাফিয়া সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সে সময় ভারতের একজন শীর্ষস্থানীয় লেখক আশোক ব্যাঙ্কার তার এক কলামে শাহরুখকে মুম্বাই থেকে বের করে দেওয়ার প্রস্তাবও জানান।

তিনি অভিযোগ করেন, শাহরুখের মুম্বাই থাকা মানে এই শহরের মানুষদের হুমকির মধ্যে থাকা। শাহরুখের সঙ্গে সেই সময়ের মুম্বাইয়ের সব থেকে বড় মাফিয়া সংগঠনের নিয়মিত যোগাযোগ হয় বলেও অভিযোগ করেন তিনি।

তবে আশোকের সেই অভিযোগে প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি শাহরুখ। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ জানান, ‘অশোক ব্যাঙ্কার একবার লিখেছিলেন যে আমাকে মুম্বাই থেকে সরিয়ে দেওয়া উচিত। কারণ আমি এখানে বাস করা মানে নাকি সমস্ত মানুষের জন্য হুমকি এবং বিপদ। এটা শোনা শুধুমাত্র আমার কাছে কুরুচিপূর্ণই ছিল না, একই সাথে নিজের সম্পর্কে শোনা সব থেকে বাজে কথা বলে মনে হয়েছে।

কে কোথায় থাকবে এটা কারোর বলার অধিকার নেই। তাই অবশ্যই কেউ আমাকে মুম্বাই ছেড়ে চলে যাওয়ার কথাও বলতে পারেন না।’

প্রসঙ্গত, চলতি বছর ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। তবে ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বেশ কিছু দিন ধরে বন্ধ রয়েছে সিনেমাটির শুটিং।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp