বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মার্চে শুরু হবে মঠবাড়িয়া পৌর শহরের বেহাল সড়কটির নির্মান কাজ

মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের প্রধান সড়কটির নির্মান কাজ চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। কয়েক যুগ ধরে বেহাল দশায় থাকা এ সড়কটির নির্মান কাজের টেন্ডার ওপেন করা হবে ফেব্রুয়ারিতে। মোঃ আলী আকবর, উপ-সহকারী প্রোকৌশলী,সড়ক ও জনপথ অধিদপ্তর পিরোজপুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মঠবাড়িয়া পৌর শহরের অংশেরও কাজ শুরু হয়।তবে অজ্ঞাত কারনে পৌরসভার বহেরাতলা থেকে থানা পাড়া ব্রিজ (পাথরঘাটা অভিমুখী) পর্যন্ত ১ কি.মি.আঞ্চলিক মহাসড়কের কাজ স্হগিত হওয়ায় দুর্ভোগে বিপর্যস্ত হয়ে পড়ে এতদঞ্চলের মানুষের জনজীবন।পুরো সড়কটি বর্ষার মৌসুমে জলকাদায় ও শুষ্ক মৌসুমে ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে পড়ে।ধুলাবালিতে তাৎক্ষনিক সমস্যা না হলেও দীর্ঘ মেয়াদি সমস্যা যেমন-হাঁপানি,এজমা,শ্বাস-প্রশাসের জটিলতায় ভুগছে সাধারণ মানুষ।স্বস্তিতে হাঁটতে পারেন না পথচারীরা।সড়কটির দু’পাশে থাকা ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে।

মঠবাড়িয়া উপজেলা পরিষদ,ভূমি অফিস,সেটেলমেন্ট অফিস,পল্লী বিদ্যুৎ অফিস,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,মঠবাড়িয়া থানা,বিআরডিবি অফিস,আনসার বিডিপি অফিস,জনস্বাস্হ্য অফিস, অর্ধ শতাধিক উকিল চেম্বার,মুক্তিযোদ্ধা অফিস,ডাক বাংলো,সহকারি পুলিশ সুপারের কার্যালয়,একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বেহাল দশায় থাকা আঞ্চলিক এ মহাসড়কটির পার্শ্বে থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারী,সেবাপ্রার্থীসহ শিক্ষক – শিক্ষার্থীদের।

সড়কটিতে ধুলাবালি কমাতে নিয়মিত পানি ছিঁটানোর ব্যাপারে পৌরসভার কোন উদ্যোগ আছে কিনা – এমন প্রশ্নের জবাবে পৌরসভার সচিব হারুন অর রশীদ জানান,১৭ জানুয়ারি পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্ধারিত সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়কটির বেহাল অবস্থা তুলে ধরা হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp