বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মুজিববর্ষে বিসিসির ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক :: যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের উপস্থিতিতে সমন্বয় সভায় বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এতে বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বরিশালের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, বিবিসি জরিপে জনপ্রিয় ভোটে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়েছেন শেখ মুজিবুর রহমান। যিনি সারা জীবন সংগ্রাম করেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতার জন্য। যাঁর কর্ম ও অবদান সারা বিশ্ববাসীর কাছে স্বীকৃতি আদায় করেছে। যাঁর অন্তত একটি ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে।

যাঁর প্রতি বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়ক ও মনীষীরা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তাঁর শতবর্ষ উপলে সব আয়োজনে সেই উচ্চতা, মান ও মর্যাদা রা হওয়া উচিত। সভায় জানানো হয়, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলে দিনব্যাপী থাকছে অনুষ্ঠানমালা। এর আগে ১৬ মার্চ দিনগত রাত ১২টা ১ মিনিটে আতশবাজি উৎসবের আয়োজন করা হবে। ১৭ মার্চ সন্ধ্যায় দেশের খ্যাতনামা সহ-স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বরিশাল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে চলবে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও দর্শন নিয়ে আলোচনা। এছাড়া থাকবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp