বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মুলাদীতে জনশুমারির গণনাকারী নিয়োগে অনিয়মের অভিযোগ

মুলাদী প্রতিনিধি :: বাংলাদেশ পরিসংখ্যান বুরো কর্তৃক বাস্তবায়নাধীন জনশুমারি ও গৃহায়ন ২০২১এর লিষ্টিং অপারেশন এবং মূল শুমারির গণনা কার্যক্রমে তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার পদে মুলাদীতে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

মুলাদী উপজেলার ৭ ইউনিয়ন ও পৌরসভায় ১৪০জন গণনাকারী ও সুপারভাইজার পদের বিপরীতে প্রায় ৭০০ জন আবেদনকারী গত মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পরীক্ষা শেষে গতকাল সকালে ফলাফল প্রকাশের পর অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

তারা জানান, যাদেরকে উত্তীর্ণ করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই অন্য প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন প্রকল্পে চাকুরীরত রয়েছেন।এছাড়াও কতিপয় রাজনৈতিক নেতার হস্তক্ষেপে এধরনের অনিয়ম করা হয়েছে বাছাই পরীক্ষায়- দাবী আবেদনকারীদের।

তারা বাছাই পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষার মাধ্যমে গণনাকারী ও সুপারভাইজার নিয়োগের জোর দাবী জানিয়েছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp