বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মুশফিকের বড় সেঞ্চুরি, নাইমের ৮ উইকেট

পাকিস্তান সফরে তিনি যাননি। নিরাপত্তা নিয়ে পরিবারের আপত্তি ছিল। পরে শোনা যায়, চোটের সমস্যাও আছে মুশফিকুর রহীমের। তবে চোট কাটিয়ে দলে ফেরার জন্য বোধ হয় মুখিয়েই রয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

সামনে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট। তার আগে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রাপ্ত সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহারই করলেন মুশফিক। কক্সবাজারে নর্থ জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে ১৪০ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৫৭ বলের ইনিংসে ১৬টি চার আর ১টি ছক্কা হাঁকান তিনি।

মুশফিকের বড় এই সেঞ্চুরিতে ভর করেও অবশ্য দলীয় সংগ্রহটা বড় হয়নি নর্থ জোনের। বাকি ব্যাটসম্যানদের কেউ যে ফিফটিও করতে পারেননি। অধিনায়ক নাইম ইসলাম ৩১, ওপেনার রনি তালুকদার ২৮ আর সানজামুল ইসলামের ব্যাট থেকে আসে ২৯ রান। ৮২.৪ ওভারে নর্থ জোন অলআউট হয়েছে ২৭২ রানে।

মুশফিক বলতে গেলে একাই লড়াই করেছেন। নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে নর্থ জোন। হারাবেই বা না কেন? অফস্পিনার নাইম হাসান যে ঘূর্ণি জাদুতে রীতিমত কোণঠাসা করে রেখেছিলেন প্রতিপক্ষকে।

ইস্ট জোনের স্পিনার নাইম ১০৭ রান খরচা করে একাই নিয়েছেন ৮টি উইকেট। বাকি দুই উইকেট নেন পেসার হাসান মাহমুদ।

জবাবে ৩ রান তুলতেই ২ উইকেট হারিয় বসেছে ইস্ট জোন। পিনাক ঘোষ ৩ আর মোহাম্মদ আশরাফুল শুন্য রানেই সাজঘরের পথ ধরেছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp