বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মেঘনায় ইলিশ ধরার অপরাধে ৩৩ জেলের কারাদণ্ড

অনলাইন ডেস্ক :: ভোলায় মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৩৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এ দণ্ডদাশে দেন। দণ্ডপ্রাপ্তরা সদর উপজেলা বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, মাছের অভয়াশ্রমে জেলেরা যাতে ইলিশসহ কোনো মাছ শিকার করতে না পারে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মৎস্যবিভাগ ও কোস্টেগার্ডের একটি টিম মেঘনায় অভিযানে চালায়।
অভিযানিক দলটি রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত মেঘনার তুলাতলী, কোড়ারখাল, হেতনা খাল ও ভোলার খাল পয়েন্ট থেকে মাছ ধরার অপরাধে ৩৩ জেলেকে আটক করে।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেকের এক বছর করে কারাদণ্ড দেন বলেও জানান তিনি।

মার্চ-এপ্রিল এ দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এসময় নদীতে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরা, জাল ফেলা, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp