বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ময়লা-আবর্জনায় সয়লাব বরিশাল মহানগরী, অস্বস্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগরীর সড়কে ময়লার স্তূপ জমে আছে। গত দুই দিনে নগরীর সড়ক থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হয়নি।

গতকাল শুক্রবার সরেজমিনে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ফজলুল হক এভিনিউ, বিবির পুকুর, সিঅ্যান্ডবি রোড, চক বাজার, কাউনিয়া, হাসপাতাল রোডসহ প্রধান সড়কগুলোতে গিয়ে দেখা যায়, গত দেড় দিনে ময়লা অপসারণ করা হয়নি। নাগরিক সেবাদানে বিঘ্ন হলেও, এর তত্ত্বাবধানকারী কেউ ফোন ধরছেন না।

সিটি করপোরেশনের অন্য বিভাগে কর্মরত এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, গত বুধবার রাতের সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় বিসিসির অনেক কর্মকর্তা ও কর্মচারী আসামি হওয়ায় আবর্জনা সরিয়ে নেওয়ার কেউ নেই।

তিনি বলেন, ‘দায়িত্বপ্রাপ্তরা না থাকায় রুটিন কাজে সমস্যা হচ্ছে। তবে, পরিস্থিতির উন্নতি হলে আবার সব স্বাভাবিক হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, বিসিসির অনেক কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার আতঙ্কে বাড়িতে থাকছেন না। তাদের অনেকেরই মোবাইল ফোন বন্ধ।

গত বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে বিসিসির কর্মী, ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীদের সঙ্গে ইউএনও’র নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসারদের গুলি, লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে বিসিসির পরিচ্ছন্নতা বিভাগের লোকজন রাস্তায় ময়লা ফেলে অবরোধ করে।

তারপর থেকে পরিচ্ছন্নতার কাজে দেখা যায়নি কাউকে।

ময়লা আবর্জনার দুর্গন্ধে নগরীতে চলাচল দুঃসাধ্য হয়ে উঠেছে বলে মহানগরীর অনেক বাসিন্দা মন্তব্য করেছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp