বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক খাদে পড়ে চালক নিহত

অনলাইন ডেস্ক ::: মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

শনিবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের নাম ইয়ার হোসেন খান (৩৫)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার ইলিয়াস খানের ছেলে।

আহতরা হলেন- সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের বনগ্রামের আসাদুল্লাহের স্ত্রী মারজানা আক্তার (২২), কালকিনির পাঙ্গাশিয়া এলাকার মামুন ফরাজীর ছেলে আবুল কাশেম ফরাজী (২০)। বাকি একজনের নাম পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে ইয়ার হোসেন তার ব্যাটারিচালিত ইজিবাইকে তিন যাত্রী নিয়ে তাঁতিবাড়ি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুর স্ট্যান্ড থেকে ৩০০ মিটার দূরে গেলে ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ইজিবাইকের চালকসহ আহত হন চারজন।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফয়জুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত ইয়ার হোসেনের মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়। এছাড়া বাকিরা হাসপাতালে ভর্তি রয়েছেন।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp