বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

রাজাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

রাজাপুর প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুর শহরের জাঙ্গালিয়ার শাখার নদীর উভয় পাশের বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার সকালে ইউএনও সোহাগ হাওলাদারের নেতৃত্বে এ অভিযান শুরু করা হয়। বাগড়ি ব্রিজ এলাকা থেকে অভিযান শুরু করে নদীর দুই পাশের স্থাপনা উচ্ছেদে কাজ শুরু করা হয়। উচ্ছেদের তালিকায় পাকা ভবন, সীমানা প্রাচীর, কাঠের ঘর ও বিভিন্ন স্থাপনা রয়েছে। নদীর তীরের ৪শ’ মিটারের মধ্যের স্থাপনা উচ্ছেদ করা হবে। বিভিন্ন সময় ঘুষখোর ভূমি কর্মকর্তাদের ম্যানেজ করে নদীর তীরে নানা স্থাপনা ঘরে ওঠে। স্থানীদের দাবি, সঠিকভাবে সীমানা নির্ধারণ করে অভিযান অব্যাহত রাখার।

বিগত দিনে লোক দেখানো অভিযান হলেও কার্যত উচ্ছেদ হয়নি। ইউএনও সোহাগ হাওলাদার জানান, সরকারি জমি অবৈধ দখলমুক্ত ও নদীর দু’পাশ রক্ষায় ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশে রাজাপুরের যে সকল নদী-খালের পাড়ে অবৈধ পাকা স্থাপনা গড়ে উঠেছে তা উচ্ছেদ করা হচ্ছে।

অভিযানে রাজাপুর থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp