বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

রাহুল দ্রাবিড়ের ছেলের ব্যাটে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি

‘বাপ কা বেটা’- একই বলে! বাবার মতই হতে যাচ্ছে রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়। ভারতের অনূর্ধ্ব-১৪ বয়সীদের এক টুর্নামেন্টে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে বাবার যোগ্য উত্তরসূরি হওয়ার পথে প্রথম পা বাড়াল সামিত। শুধু ডাবল সেঞ্চুরি করলেও হতো, দ্বিতীয় ইনিংসেও করলো দুর্দান্ত ব্যাটিং। অপরাজিত থেকে করলো ৯৪ রান।

বেঙ্গালুরুতে কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৪ ইন্টার-জোনাল টুর্নামেন্টে নিজের প্রতিভার সাক্ষর রাখে সামিত। ধারওয়াড জোনের বিরুদ্ধে ভাইস-প্রেসিডেন্টের হয়ে ২০১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রাহুল পুত্র। ২৫৬ বলের ইনিংসে ২২টি বাউন্ডারির মার মারেন ১৪ বছরের সামিত।

প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে অপরাজিত থাকে দ্রাবিড়পুত্র। সময় শেষ হয়ে যাওয়ায় ম্যাচ ড্র হয়ে যায়। ফলে দুই ইনিংসে সেঞ্চুরির করার নজির গড়া হয়নি তার। বাবা ভারতীয় দলের টপ-অর্ডার ব্যাটসম্যান হলেও ছেলে অবশ্য ব্যাটের পাশাপাশি বোলিংটাও দারুণ করে। ম্যাচে ব্যাট হাতে ২৯৫ রান করার পাশাপাশি ২৬ রান দিয়ে ৩টি উইকেটও দখল করে নিয়েছে সে।

ডানহাতি এই খুদে ব্যাটসম্যান ইতিমধ্যেই তার ক্যারিয়ারে প্রায় খবরের শিরোনামে থাকে। গত বছর কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৪ বিটিআর কাপে মালি অদিতি ইন্টারন্যাশানাল স্কুলের হয়ে ১৫০ রানের ইনিংস খেলে দ্রাবিড় পুত্র।

শুধু তাই নয়, দু’বছর আগে ব্যাঙ্গালুরু ইউনাইটেড ক্রিকেট ক্লাবের হয়ে ফ্র্যাঙ্ক অ্যান্তোনি পাবলিক স্কুলের বিরুদ্ধে টাইগার কাপ ক্রিকেট টুর্নামেন্টে ১২৫ রানের ইনিংস খেলেছিল সামিত। এছাড়াও ২০১৫ সালে মাত্র ৯ বছর বয়সে অনূর্ধ্ব-১২ গোপালান ক্রিকেট চ্যালেঞ্জে সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছিল সে। টুর্নামেন্টে তিনটি হাফ-সেঞ্চুরি এসেছিল সমিতের ব্যাট থেকে।

দেশের হয়ে ১৬৪টি টেস্ট খেলা দ্রাবিড় এই মুহূর্তে ভারতীয় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে রয়েছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp