বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

রিফাত হত্যা : আদালতে পুলিশ কর্মকর্তার সাক্ষ্য

অনলাইন ডেস্ক :: বরগুনার বহুল আলোচিত চাঞ্চল্যকর শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় আরো চারজন সাক্ষীর জেরা সমাপ্ত হয়েছে। এ পর্যন্ত শিশু আদালতে ৬৪ জন সাক্ষ্য দিয়েছেন।

আজ বুধবার সকাল ১০টায় বরগুনার শিশু ও জেলা জজ আদালতের বিচারক মো: হাফিজুর রহমানের আদালতে সাক্ষ্য দিয়েছেন কনস্টেবল নাজমুল হাচান, হাবিবুর রহমান, নেফয়েজ ও এসআই মো: সাইদুল ইসলাম। এদিন, হাজতে থাকা সাতজন ও জামিনে থাকা সাত শিশু আসামি শিশু আদালতে উপস্থিত ছিলো।

এদিন আদালতে সাক্ষ্য দেয়ার পর বরিশাল মডেল থানার এসআই মো: সাইদুল ইসলাম বলেন, আমি ২৬ জুন বিকেলে বরিশাল মডেল থানায় ডিউটিরত ছিলাম। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন লোক মারা গেছে। এমন সংবাদ শুনে আমি সেখানে যাই। হাসপাতালে যাবার পর জানতে পারি রিফাত শরীফ নামে একজন নিহত হয়েছেন। ওইদিন সন্ধ্যায় নিহত রিফাত শরীফের লাশের সুরতহাল প্রস্তুত করি। তখন দেখতে পাই রিফাত শরীরের শরীর ক্ষত-বিক্ষত। হাতে মাথায় ঘাড়ে বুকে বড় বড় কোপ।

ওই পুলিশ অফিসার আরো বলেন, আমি যখন লাশের সুরতহাল প্রস্তুত করি তখন রিফাত শরীফের পরনে একটি রক্তমাখা জিন্স প্যান্ট ছিল। তাও আদালতে শনাক্ত করেছি।

সাইদুল ইসলামকে জেরা করেন রিশান ফরাজির আইনজীবী সোহরাফ হোসেন মামুন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp