বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

লিটনকে নিয়ে এখনই নেতিবাচক কিছু ভাবতে নারাজ টিম ম্যানেজমেন্ট

অনলাইন ডেস্ক ::: সময়টা খুব খারাপ কাটছে। লিটন দাসের ব্যাট কথা বলছে না। রান খরায় ভুগছেন। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলে শেষ ১২ ইনিংসে কোন ফিফটি নেই। তিন ফরম্যাটেই লিটনের ব্যাট অনুজ্জ্বল। রান করতেই যেন ভুলে গেছেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম ফ্রি স্ট্রোক মেকার।

অনেকেরই ধারনা ছিল, জিম্বাবুয়ের দুর্বল বোলিংয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হয়ত নিজেকে ফিরে পাবেন লিটন। কিন্তু কই? জিম্বাবুয়েয়র বিপক্ষে গতকাল শুক্রবার প্রথম ম্যাচেও লিটনের সেই হতাশাজনক ফর্ম। তার অনুজপ্রতিম তানজিদ তামিম আর তাওহিদ হৃদয়রা যেখানে চার ও ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন, সেখানে লিটন দাস মাত্র ১ রানে বোল্ড হয়ে গেছেন।

লিটন দাসের এ ফর্মহীনতা জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। অনেকেরই প্রশ্ন, স্টাইলিস্ট ফ্রি স্টোক মেকার লিটন দাস কি এ বাজে ফর্ম নিয়ে বিশ্বকাপ খেলতে পারবেন? তাকে কী বিবেচনায় রাখা হবে? টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা কী নিজেকে হারিয়ে খোঁজা লিটন দাসের প্রতি আস্থা রাখবেন?

ওদিকে তরুণরা উঠে আসছেন। আরেক ওপেনার তানজিদ তামিম টি-টোয়েন্টি অভিষেকে ফিফটি উপহার দিলেন। তাওহিদ হৃদয়ের ব্যাটও বেশ সাবলীল। নিচের দিকে জাকের আলী অনিকও শ্রীলঙ্কার বিপক্ষে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন। সব মিলিয়ে বিকল্প উঠে আসছে।

এদিকে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কথা শুনে মনে হচ্ছে, এখনই লিটন দাসের ব্যাপারে কোনোরকম নেতিবাচক চিন্তা নেই টিম ম্যানেজমেন্টর।

লিটন দাস রান করতে পারছে না, তার ব্যাট কথা বলছে না, এটা স্বীকার করতে দ্বিধা নেই হেম্পের। তবে বলেছেন, ‘লিটন পরিশ্রম করছে। অফ ফর্মে থাকতে বাড়তি পরিশ্রম করা ছাড়া আর কিছু করারও নেই।’

লিটনের ব্যাটে রান নেই, তাই ব্যাটিংটা আগের মত সাবলীল নেই। সেকথা জানিয়ে টাইগার ব্যাটিং কোচ ডেভিড হেম্প বলেন, ‘রানে ফিরলে হয়ত আবার স্বচ্ছন্দে সাবলীল ব্যাটিংং করতে পারবে লিটন। এখন সে ওই চেস্টাই করে যাচ্ছে।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp