বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে বিভিন্ন কর্মসূচি পালিত

শামীম আহমেদ :: জাতির জনকের ভগ্নিপতি সাবেক ভূমি মন্ত্রী কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

আজ রোববার ২৮ মার্চ সকাল ৯টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও বরিশাল বিভাগীয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের অস্থায়ী প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন ও মিষ্টি বিতরণ করা হয়।

সকাল ৯টায় প্রথমে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃর্তিতে শ্রদ্ধা জানান পার্বত্য শান্তি চুক্তির রুপকার (মন্ত্রী) ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের পুত্র আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে শ্রদ্ধা জানান তারই বড় পুত্র বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এরপরই শ্রদ্ধা জানান বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিল বৃন্দ।

এখানে আরো শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সাদেকুল আরেফিন সহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ।

পরবর্তীতে বরিশাল শহীদ আব্দুর সেরনিয়াবাত প্রেসক্লাবের সভাপতি এ্যাড, মু.ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, কার্যকরী পরিষদ সদস্য এ্যাড, মানবেন্দ ব্যাটবল, এ্যাড, নজরুল ইসলাম চুন্নু সহ বিভিন্ন সদস্য।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানান সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, দপ্তর সম্পাদক রাসেল আহমেদ সহ বিভিন্ন সদস্য গণ।

আরো শ্রদ্ধা জানান বরিশাল সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি স্বপন খন্দকার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ ইউনিয়নের সদস্যরা।

অপরদিকে আরো শ্রদ্ধা জানান বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বরিশাল শিশু সংগঠন খেলা ঘড়, শব্দবলী গ্রুপ থিয়েটার, খেয়ালী নাট্য সংগঠন, বরিশাল শিক্ষক সমিতি সহ বিভিন্ন সংগঠন এখানে এসে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।

অপর দিকে নগরীর সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক ও শহীদ আব্দুর রব সেরনিযাবাতের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

এছাড়া সদররোডে বিভিন্ন পথচারীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp