বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

সকাল-সন্ধ্যায় বিন্দু বিন্দু শিশির : দুয়ারে কড়া নাড়ছে শীত!

শহীদুল্লাহ সুমনঃ বদলে গেছে প্রকৃতি। গত কয়েকদিনের টানা বর্ষণের পর বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে শীতের উত্তরের হাওয়ার কাঁপন লেগেছে। গ্রামীণ এমনকি যান্ত্রিক শহরে শেষ রাতে কুয়াশায় ঢাকা পড়ছে। ভোরের শ্যামল বাংলা এখন কুয়াশার চাদরে মোড়া। সকাল-সন্ধ্যায় ঘাসের সবুজ গালিচায় বিন্দু বিন্দু শিশির পরতে শুরু করেছে। এতেই অনুভূতি হচ্ছে দুয়ারে হাতল নাড়ছে শীত।

 

ষড়ঋতুর দেশে শীত আসে উৎসবের আমেজ নিয়ে। সকালের সোনা রাঙা রোদ টিকড়ে পরে বরিশালের শ্যামল বাংলার মেঠোপথে। সারাদিন গরমের অনুভুতি হলেও বিকেলে পুনরায় শীত নেমে আসে। শীতে প্রকৃতি থেকে প্রচুর সুবিধা নেয় মানুষ। ভোরে ঘাস ও গাছের পাতায় দেখা মেলে টলমলে শিশির। গভীর রাতে টিনের চালে বাজে টপটপ শিশিরের শব্দ। হিমেল হাওয়ার সাথে বাগানে ও বাড়ির উঠোনে গাঁদা ফুল গাছও যেন সজীব ও সতেজ হয়ে উঠতে শুরু করেছে। শিশির স্নিগ্ধতায় কলাপাতার রঙও হয়ে উঠেছে উজ্জ্বল। এসবই শীতের চিত্র।

 

শীতে শিশির বিন্দু লেগে থাকে ধান গাছের পাতায়। সারাবছর ফুলহীন ছাতিম গাছেও এসেছে ফুল। এ ফুলের মৌ মৌ গন্ধে মিশে আছে শীতের আমেজ।

বরিশালের কৃষক বন্ধু সিরাজুল ইসলামের মতে, ফুলের মোহনীয় রূপ পাওয়া যায় শীতে। তাই বাহারি ফুলের দোলায় শীতে আমাদের চারপাশে নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি পায় বহুগুণ। বরিশালের বাজারে অল্প স্বল্প করে উঠতে শুরু করেছে শীতের সবজি। বাজারে ঢুকলেই চোখে পরছে হরেক রকম শীতের সবজি। ইতোমধ্যে শীতকালীন সবজির মধ্যে বাজারে উঠেছে বেগুন, ফুলকপি, পাতাকপি, মুলা, শিম ও লাউ। শীতকে ঘিরে বৃহত্তর দক্ষিণাঞ্চলের লেপ-তোষকের দোকানগুলোতেও ধরে আস্তে ভিড় বাড়ছে। নতুন নতুন অর্ডার নিচ্ছেন ব্যবসায়ীরা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp