বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

সমন্বিত ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ব্যাংকের অধীনে সমন্বিত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ‘সিনিয়র অফিসার’ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

বিএসসি’র সদস্য সচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৭৭১টি পদের বিপরীতে পরীক্ষায় মোট এক লাখ ৪০ হাজার ১৫৫ জন প্রার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে।

সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

নিয়োগ পরীক্ষার বিষয়ে আরিফ হোসেন খান জানান, ‘নিয়োগ পরীক্ষার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেটা পিছিয়ে দিতে হয়েছে।’ নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp