বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

সরকার জেলা ও উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর দশমিনা উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্ধোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দক্ষ হয়ে বিদেশে যাওয়ার আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এমপি।

পরে মন্ত্রী শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দশমিনায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাঠে এক সুধি সমাবেশে যোগদেন।

মন্ত্রী আরো বলেন, সাধারণ মানুষ বিদেশে যাবার আগে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে যায় তাহলে তাদের হয়রানি স্বীকার হতে হবে না। তারা ভালো বেতন পাবে। এজন্য বর্তমান সরকার বিভিন্ন জেলা ও উপজেলায় এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক মো: শহীদুল আলম, পটুয়াখালী-৩ আসনের সাংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি, প্রকল্প পরিচালক মো: সাইফুল ইসলাম, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী জেলা প্রশাসক মো: নূর কুতুবুল আলম, বিপিএম পুলিশ সুপার পটুয়াখালী মো: সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ পটুয়াখালী মো: হারুন আর রশিদ, দশমিনা উপজেলা চেয়ারম্যান মো: আবদুল আজীজ ও উপজেলা নির্বাহী অফিসার মোসা: নাফিসা নাজ নীরাসহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া এ জেলায় আরো দুটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp