বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

সাকিব আল হাসানের উপর আইসিসি’র নিষেধাজ্ঞা এবং প্রসঙ্গ কথা

বাংলাদেশ তো বটেই, ক্রিকেট বিশ্বে এখন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ও টি টুয়েন্টি দলের অধিনায়ক। অবশ্য এ লেখার সময়ে সাকিব আর অধিনায়ক নেই। বরং টেস্টের অধিনায়ক হয়েছেন মমিনুল হক এবং টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। কেন এমনটা ঘটল তা বোধ করি সকলেরই জানা। ইলেকট্রনিক মিডিয়াতে বটেই গতকাল প্রকাশিত দেশের সকল পত্র-পত্রিকার আলোচনায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান যা ক্রিকেট বিশ্বের সর্বত্রই এখন আলোচনার বিষয়। কারণটা হলো তিন তিনবার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব পেয়েও তা তিনি আইসিসি বা বিসিসিকে অবহিত করেননি। কিন্তু বিশ্ব ক্রিকেট সংস্থা নিজস্ব পদ্ধতিতে সেটা জানতে পেরে সাকিবকে সবধরনের ক্রিকেট থেকে ২ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। তবে সাকিব তার অপরাধ স্বীকার করায় নিষেধাজ্ঞার মেয়াদ এক বছরে নামিয়ে আনা হয়েছে বলেও সংবাদে প্রকাশ। এ বিষয়ক একটি সংবাদ যথাবিধি দৈনিক আজকের বার্তায়ও প্রকাশিত হয়েছে “সাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি” শিরোনামে। ওই সংবাদ তথ্যমতে, ২০১৮ সালের জানুয়ারি মাসে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সমন্বয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ অথবা ওই বছরের আইপিএল এ প্রথম ফিক্সিং এর প্রস্তাব পান সাবিক। এর পরে ওই বছরই আরো একটি ফিক্সিং প্রস্তাব আসে তার কাছে। পরবর্তীতে একই বছরের ২৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার খেলায়ও ফিক্সিং প্রস্তাব আসে সাকিবের কাছে। ওই সব প্রস্তাবের কোনটিই অবশ্য সাকিব গ্রহণ করেন নি, কিন্তু ক্রিকেট সংস্থার আইন অনুসারে তা আইসিসি বা বিসিসিকেও জানাননি সাকিব আল হাসান। এখন প্রশ্ন হলো বাংলাদেশের অধিনায়ক তথা বিশ্বসেরা অলরাউন্ডার কি বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি’র আইন বা নীতিমালা জানতেন না? অবশ্যই এটা সকল ক্রিকেটারদের জানা এবং সাকিবও জানতেন। তাহলে সেটি উপেক্ষা করলেন কেন? এই কেন প্রশ্নে আমাদের কথা আছে। বিসিসি তো বটেই, মনে করি দেশের ক্রিকেটের যে বা যারা খবরাখবর রাখেন, তারা অবশ্যই সাকিবের হয় আত্মঅহমিকা বা হেঁয়ালিপনা সম্পর্কে অবগত। পত্র-পত্রিকার খবর অনুযায়ী বহু বিজ্ঞাপনে সাকিব থাকলেও তার কোন কোনটি সম্পর্কে বিসিসি অবহিত নয়। এমনও শোনা গেছে, অনুশীলন রেখেও সাকিব বিজ্ঞাপনী সুটিং এ চলে গেছেন। তার স্ত্রীকে নিয়ে দর্শকদের মন্তব্যের ফলাফলও এসেছে পত্র-পত্রিকায়। আন্তর্জাতিক ম্যাচ খেলতে ক্রিকেট দল দেশ ত্যাগ বা সংশ্লিষ্ট দেশে বা হোটেলে ওঠা বা অবস্থান করার ক্ষেত্রে সাকিবের একাকী যাতায়াতের খবরাখবরও পত্র-পত্রিকায় উঠে এসেছে। একটি সুশৃঙ্খল দলের ক্ষেত্রে এমন সব ঘটনাই মূলত: সাকিবের কাছ থেকে অনাকাঙ্খিত। এসব তারা ভালো খেলোয়াড়, বিশ্বসেরা অলরাউন্ডার এবং টাইগার অধিনায়ক হওয়ার কারণে আত্মঅহমিকা নাকি হেঁয়ালিপনা সেটা বলা মুশকিল। হয়তো তার এটাও মনে ছিল না যে, হাতিও খাদে পড়ে। তারপরেও স্বস্তির কথা এই, সাকিব তার ভুল ধরতে পেরেছেন এবং আরোপিত দন্ড মেনে নিয়েছেন। বিশ্বে ম্যাচ ফিক্সিং এর সর্বাধিক আলোচনায় উঠে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার সফল অধিনায়ক, সারা জাগানো ক্রিকেটার হ্যানসি ক্রনিয়ে। এক পর্যায়ে তিনি তার অপরাধ (ম্যাচ ফিক্সিং) স্বীকার করতে বাধ্য হন, তবুও তাকে আজীবন নিষিদ্ধ করেছিল আইসিসি। তবে হ্যানসি ক্রনিয়ে বিমান দুর্ঘটনায় নিহত হওয়ায় সেটি এখন অনেকেরই স্মৃতিপটে নাড়া দেয় না। ম্যাচ ফিক্সিং এর বাংলাদেশি আর এক ক্রিকেটার মো. আশরাফুল। তিনিও অপরাধ স্বীকার করে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন। মেয়াদ শেষ হলেও আশরাফুলের আর জাতীয় দলে স্থান পাওয়ার কোন সুযোগ নেই। ফলে বর্তমানে ঘরোয়া ক্রিকেটে খেলছেন বলে জানা যায়। অবশ্য ওই দু’টি ঘটনার সাথে সাকিবের মিল নাই এ কারণে যে, সাকিব ফিক্সিং প্রস্তাব গ্রহণ করেননি। অপরাধ শুধু ফিক্সিং প্রস্তাবের কথা বিধি অনুসারে সংশ্লিষ্টদের জানান নি। সে কারণেই তার দন্ড ২ বছর আর সরল স্বীকারোক্তির কারণে এক বছরে এসেছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আশা করি টাইগার অধিনায়ক আবারও ফিরে আসবেন খেলায় এবং দেখাবেন নতুন ক্যারিশমাও।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp