বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

সাগ‌রে ধরা পড়‌ছে ই‌লিশ, দেখা মিলছে বরিশালের বাজারেও

বরিশাল প্রতিবেদক : ৬৫ দি‌নের নি‌ষেধাজ্ঞা শেষ হ‌তে না হ‌তেই বাজা‌রে ইলিশের দেখা মিল‌তে শুরু ক‌রে‌ছে।

বুধবার (২৪ জুলাই) সকাল থে‌কে ব‌রিশাল নগ‌রের পোর্ট রোডস্থ একমাত্র বেসরকা‌রি মৎস অবতরণ কে‌ন্দ্রে স্থানীয় নদ-নদীর ই‌লিশ আস‌তে শুরু ক‌রেছে। সকা‌লে মৎস অবতরণ কে‌ন্দ্রের ঘা‌টে সামু‌দ্রিক ই‌লিশ নি‌য়ে ৮টি ফিশিং বোট নোঙর ক‌রে।

‌ফিশিং বো‌টের জেলে আব্দুর র‌হিম বলেন, ৬৫ দি‌নের নি‌ষেধাজ্ঞা শেষ হওয়ার পর আমরা সাগ‌রে মাছ ধ‌রে‌তে গেছি। গভীর সাগ‌রে যাওয়ার জন্য আ‌গে ভা‌গেই রওয়ানা দি‌ছিলাম। সাগ‌রে ভা‌লোই ই‌লিশ ধরা পড়‌ছে। কম সম‌য়ে যা পে‌য়ে‌ছি তা বেশ ভা‌লোই। তাই বি‌ক্রির জন্য ব‌রিশাল ঘা‌টে এ‌সে‌ছি।

বো‌টের মা‌ঝি ক‌রিম জানান, আবহাওয়া অনুকূ‌লে থাক‌লে আ‌শ্বিন মাস পর্যন্ত ভা‌লো মাছ ধরা পড়‌বে। সাগ‌রে প্রচুর মাছ আ‌ছে।

বোট মা‌লিক ও জে‌লে‌দের অ‌ভি‌যোগ, বাংলা‌দেশ সীমানায় ঢু‌কে ভারতীয় জে‌লেরা নি‌ষেধাজ্ঞার সময় প্রচুর ই‌লিশ ধ‌রে নি‌য়ে গে‌ছে। এ‌তে দে‌শের মৎস খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাজার ঘু‌রে দেখা যায়, বুধবার সকালসহ গত ২ দি‌নে পোর্ট‌ রোডের অবতরণ কে‌ন্দ্রে গোটলা সাই‌জের ই‌লি‌শের দর ছি‌ল মণপ্র‌তি ২০-২১ হাজার, ভেলকা সাই‌জের ২৭ থে‌কে ২৮ হাজার, এল‌সি সাইজের (৬ থে‌কে ৯’শ গ্রাম ওজন) ৪০ হাজার, কে‌জি সাই‌জের ৫২ হাজার, কে‌জির ওপ‌রে ৫৮ থে‌কে ৬০ হাজার এবং দেড় কে‌জি ওজ‌নের হলে ১ লাখ ১০ থেকে ২০ হাজার টাকা।

ত‌বে সপ্তাহ খা‌নেক আ‌গেও এ বাজা‌রে গোটলা সাই‌জের ই‌লি‌শের দর ছিল মণপ্র‌তি ২৫ হাজার, ভেলকা সাই‌জের ৩৫ থে‌কে ৩৬ হাজার, এল‌সি সাইজের (৬ থে‌কে ৯ শত গ্রাম ওজন) ৫২ হাজার, কে‌জি সাই‌জের ৬০ হাজার এবং দেড় কে‌জি ওজ‌নের মণপ্র‌তি ১ লাখ ৩০ হাজার টাকা।

মৎস কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান,‌ নি‌ষেধাজ্ঞার সুফল জে‌লেরা পে‌তে শুরু ক‌রে‌ছে। সাগ‌রে মাছ ধরা পড়‌ছে। সম‌য়ের সঙ্গে সঙ্গে বাজা‌রে ই‌লি‌শের আমদা‌নি বে‌ড়ে যা‌বে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp