বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

সড়ক আইন বাস্তবায়নে কঠোর অবস্থানে বরিশাল ট্রাফিক বিভাগ

স্টাফ রিপোর্টার :: বরিশালে “সড়ক পরিবহন আইন-২০১৮” বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে বরিশাল ট্রাফিক বিভাগ। বাস্তাবায়নের লক্ষে ট্রাফিক বিভাগের সকল পর্যায়ের সদস্যদের সাথে করনীয় র্শীষক বিশেষ আলোচনা সভাও করা হয়েছে। পাশাপাশি সকল সদস্যকে দেয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম মুঠোফোনে এমনটাই জানিয়েছেন।

তিনি জানান, ইতোমধ্যে আমরা “সড়ক পরিবহন আইন-২০১৮” বাস্তবায়নের লক্ষে বিভিন্ন আলোচনা সভা ও সমাবেশ করেছি। এছাড়া আমরা যানবাহনের শৃংখলা ফেরাতে ট্রাফিক বিভাগের সকল সদস্যকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহবান জানিয়েছি।

তিনি আরও জানান, সু-শৃঙ্খল ও গতিশীল ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের ট্রাফিক বিভাগের মূল লক্ষ্য। সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের মাধ্যমে যানযট মুক্ত নিরাপদ বরিশাল গঠনে আমরা বদ্ধপরিকর।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম আজকের বার্তাকে আরও জানান, মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রেজেন্ট্রেশনের মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে বরিশালের বিভিন্ন স্থানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আমাদের বরিশালের মানুষ আমাদের সর্বাত্বক সহযোগীতা করবে।

এ উপলক্ষে পুলিশের করনীয় র্শীষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) রাত ১০ টায় “সড়ক পরিবহন আইন-২০১৮” বাস্তবায়নে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) বরিশালের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) বিএমপি মোঃ খাইরুল আলম।

এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকারিয়া রহমান জিকু, ট্রাফিক বিভাগের রাত্রী কালীন রোল-কল শেষে মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রেজেন্ট্রেশনের মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) এএফএম ফাইজুর রহমান, টিআই (প্রশাসন) মোঃ রবিউল ইসলাম, টিআই/বিদ্যুৎ চন্দ্র দেসহ ট্রাফিক বিভাগের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp