বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট : সেই যুবলীগ নেতার জামিন

অনলাইন ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ছবির সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি পোস্ট করার ঘটনায় গ্রেফতার যুবলীগ নেতা এমাদ আহমেদ জয়কে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালতে হাজির করা হলে আদালত জামিন দেন।

এর আগে ওই ঘটনায় আজ সকালে পুলিশ বাদী হয়ে আটক জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

জয়ের জামিনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সুনামগঞ্জের কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ।

জানা গেছে, এমাদ আহমেদ জয় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক।

রোববার (৪ এপ্রিল) দুপুরে আটক করে তাকে থানায় নেয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ এপ্রিল) বিকেলে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকের ছবিযুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। এনিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশের নজরে আসে। এরপর এমাদকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp