বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

১১ জুলাই ববিতে “বর্তমান সাহিত্য তত্ত্ব ও জীবনানন্দ দাস” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স 

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এ প্রথমবারের মতো “বর্তমান সাহিত্য তত্ত্ব ও জীবনানন্দ দাস” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স’র আয়োজন করা হয়েছে। জীবনানন্দ দাশ রিসার্চ  সেন্টারের উদ্যোগে এ আয়োজনে দেশের ও  দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষকবৃন্দ তাঁদের গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাঠ করবেন। বৃহষ্পতিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ সম্মেলন কেন্দ্রে এ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে।  বৃহষ্পতিবার সকাল ১০ টায় শুরু হওয়া কনফারেন্সে মূলবক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ-এর অধ্যাপক ড. আজফার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) ড.  এ  কে এম মাহাবুব হাসান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগরে অধ্যাপক ড. ফকরুল আলম, জীবনানন্দ দাস রিসার্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মুহাসিন উদ্দিন। উক্ত কনফারেন্স প্রবন্ধ উপস্থাপন করবেন কে আহমেদ আলম, কাজী আশরাফ উদ্দিন, মোঃ ইমরাণ হোসেন, মোঃ মারুফ হাসান, রাবিতা রহমান, মোঃ সাবের ই মোনতাহা, তানজিলা রহমান আসমা চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, ড.পঙ্কজ কুমার সরকার, ড.ফারজানা সিদ্দিকা, মুঞ্জু রানী দাস, শাকিলা আলম ও সঞ্জয় কুমার সরকার। দিনব্যাপি কনফারেন্সে সমাপনী বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক ড. মোঃ রেজাউল ইসলাম (শামীম রেজা)।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp