বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

১২ ঘণ্টা হিসাবের গড়মিলে ভোলার ২০৮ জেলে আটক ও জরিমানার কবলে

বরিশাল ক্রাইম নিউজে গতকাল প্রকাশিত একটি সংবাদ শিরোনাম “নিষেধাজ্ঞা শেষ না হতেই মেঘনায় ইলিশ শিকারে মহোৎসব”। সংবাদটি পাঠিয়েছেন আমাদের দৌলতখান প্রতিনিধি আর ঘটনাস্থল অবশ্যই ওই উপজেলা সংলগ্ন মেঘনায়। মা ইলিশ রক্ষায় গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিনের যে সরকারি নিষেধাজ্ঞা ছিল তা শেষ হওয়ার ১২ ঘণ্টা পূর্বের এ মহোৎসবের কথা বলা হয়েছে। আর সে কারণেই সংশ্লিষ্ট প্রশাসন ২০৮ জেলেকে আটক করে জরিমানাও করেছে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সৃষ্ট ওই ঘটনা নিয়ে অবশ্যই আলোচনার দাবি রাখে বলে আমরা মনে করি। তবে তার পূর্বে সংবাদ তথ্যের কিছু বিষয় তুলে ধরা হলো। সংবাদে বলা হয়েছে গত বুধবার রাত ১২টা পর্যন্ত সরকারি নিষেধাজ্ঞা বহাল থাকলেও দৌলতখান এবং তৎপার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক জেলে দুপুর ১২ টার পরই মেঘনায় ইলিশ শিকারে নেমে পড়েন। সরেজমিন তথ্যসূত্রে সংবাদে এটাও বলা হয়েছে যে, দুপুর ১২ টার পর হাজার হাজার জেলে নৌকা ও ট্রলার নিয়ে মেঘনায় ইলিশ শিকারে নামেন আর সেই দৃশ্য দেখার জন্য মেঘনা পাড়ে উৎসুক জনতার ভিড় জমে। গোটা ঘটনা সম্পর্কে একটা বিষয় সুস্পষ্ট, আর তা হলো ১২ টার গÐগোল। নিষেধাজ্ঞায় বলা ছিল যেখানে রাত ১২ টায় মেয়াদ শেষ হবে সেখানে অসচেতন জেলেরা দুপুর ১২ টা ভেবে মাছ শিকারে নেমে পড়েন। ফলে যা হবার তাই হয়েছে, অর্থাৎ দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ২০৮ জন জেলেকে পাকড়াও করে জরিমানা করে দিয়েছেন। এখানে আইনের কোন ব্যত্যয় না ঘটলেও মানবিকতার একটি বিষয় আছে। আমরা যদি ওই মৎস্য কর্মকর্তাকে এবং যাদের সহায়তায় জেলেদের আটক ও জরিমানা করা হয়েছে তাদের যদি প্রশ্ন করি, নিষেধাজ্ঞার সময়কালে জেলেদের সরকারি যে চাল বরাদ্দ করা হয়েছে তা কি কোন জেলে পেয়েছেন? অবশ্যই এ প্রশ্নের উত্তরটা নেতিবাচক হবে। কেননা আমাদের জানা মতে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত কোথাও কোন জেলে সরকারি সহায়তার চাল পাননি। ফলে সঙ্গত: কারণেই তাদের ক্ষুধার্ত প্রতিক্ষার শেষ সময় নিয়ে জেলেদের মধ্যে একটা ঔৎসুক্য কাজ করেছে। ফলে নিষেধাজ্ঞার শেষ সময় যে ১২ টা তা ঠিকই আছে। তবে রাত ১২ টা নাকি দুপুর ১২ টা সে হিসাব প্রতিক্ষিত জেলেদের মাথায় হয়তো কাজ করেনি। না হলে যারা সরকারি আইন মেনে ২১ দিন ১২ ঘণ্টা অর্থাৎ সাড়ে ২১ দিন অপেক্ষা করতে পারলেন তারা কি কষ্ট হলেও আর ১২ ঘণ্টা অপেক্ষা করতে পারতেন না? একই প্রশ্ন অভিযান পরিচালনাকারীদের প্রতিও। যে কর্তৃপক্ষ সরকার বরাদ্দ সহায়তার চাল এখনো জেলেদের দিতে পারেন নি তারা কি শেষ ১২ ঘণ্টায় তাদের অভিযান তৎপরতায় শিথিলতা দেখাতে পারতেন না? বলা হবে হয়তো কর্তৃপক্ষ আইন বাস্তবায়নে বাধ্য। আমরাও সেটার সাথে একমত। কিন্তু সরকারি আইনেইতো জেলেদের সহায়তার জন্য চাল দেয়ার কথা, তা যখন দেয়া হয়নি এখনো সেটাকি আইন মানার বিপক্ষে নয়? সংবাদে তো একথাও বলা হয়েছে যে, সাধারণ জেলেরা ২২ দিন সরকারি নিষেধাজ্ঞা মেনে (সাড়ে ২১ দিন হবে) নদীতে ইলিশ শিকারে নামেননি, অথচ একটি মহল অজ্ঞাত শক্তির জোরে মা ইলিশ শিকার অব্যাহত রেখেছে। তারা ধরা ছোঁয়ার বাইরে ছিল বলেও সংবাদে প্রকাশ। প্রশ্ন হচ্ছে একটি মহল মানে তারা কারা? তারা কোন শক্তির জোরে ইলিশ শিকার অব্যাহত রেখেছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন সরকারি আইন প্রয়োগ করেনি? উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন, তারা প্রশাসনসহ সকলের সহযোগিতায় অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন। তাহলে একটি মহল কারা, যারা নিষেধাজ্ঞার সময়ও মা ইলিশ শিকার অব্যাহত রেখেছে? এর পূর্বেও নিষিদ্ধ সময়ে পুলিশের লোকজনও জেলে ট্রলারে উপস্থিত থেকে মা ইলিশ শিকার নেমেছেন, তাদের মধ্যে কেউ কেউ ধরাও পড়েছেন এবং শাস্তির আওতায়ও এসেছেন। উদাহরণ হিসেবে বিএমপি বন্দর থানার ৮ পুলিশ সদস্যের কথা বলা যেতে পারে যারা পটুয়াখালীর বাউফল এলাকার তেঁতুলিয়া নদীতে ধরা পড়েছেন। তাহলে কি উল্লেখিত সংবাদে যে বিশেষ একটি মহলের কথা বলা হয়েছে তারাওকি কোন থানার পুলিশ বা স্থানীয় কোন প্রভাবশালী লোকজন? যাদের অভিযান সফলতার দাবিদার মৎস্য কর্মকর্তা কাছে যেতেই সাহস পাননি বা অন্য কোন কারণে এড়িয়ে যেতে বাধ্য হয়েছেন? জানি, এসব প্রশ্নের উত্তর মিলবেনা, আর এটাও জানি আইন প্রয়োগ হয় দুর্বলের উপরই সবলের উপর নয়। আর সেটাই ঘটেছে মা ইলিশ রক্ষার জন্য নিষেধাজ্ঞা সময়ে শেষ ১২ ঘণ্টায় ভোলার মেঘনায় যা কর্তৃপক্ষ ইচ্ছে করলে এড়িয়ে যেতে পারতেন বলে আমরা মনে করি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp