বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

৬৮ লাখ ফেইসবুক গ্রাহকের ব্যক্তিগত ছবি ফাঁস!

সফটওয়্যার ত্রুটির কারণে ৬৮ লাখ গ্রাহকের ব্যক্তিগত ছবি ও পোস্ট করা হয়নি এমন ছবিও ফাঁস হয়েছে বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রায়ান্ট পার্কে গোপনীয়তা অভিজ্ঞতা বিষয়ক ‘ইট’স ইওর ফেইসবুক’ নামের অনুষ্ঠানে এ তথ্য জানায় বিশে^র সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। যেসব ব্যবহারকারী আক্রান্ত হয়েছে ফেইসবুক এই বিষয়টি তাদের জানাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ফেইসবুক জানায়, সেপ্টেম্বর মাসে ১২ দিন ধরে বেশ কিছু তৃতীয় পক্ষের অ্যাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছবি অ্যাকসেস করতে পেরেছে। তবে এই ত্রুটির কারণে ১৫০০ অ্যাপও আক্রান্ত হয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের ছবি মুছে ফেলতে আক্রান্ত ডেভেলপারদের সহায়তা করা হবে বলেও জানিয়েছে ফেইসবুক কর্তপক্ষ।

এর আগে কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির ঘটনায় তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই ফেইসবুককে। তাছাড়া গত সপ্তাহেই তথ্যচুরির দায়ে ফেইসবুককে বিপুল অঙ্কের জরিমানা করে ইতালি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp