বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

শেখ হা‌সিনা ক্ষমতায় অাসার পর শিক্ষা খাতের উন্নতি হয়েছে -বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান

ব‌রিশাল মাধ্য‌মিক ও উচ্চমাধ্য‌মিক শিক্ষা‌ বো‌র্ডের চেয়ারম্যান প্র‌ফেসর মু জিয়াউল হক ব‌লে‌ছেন, যে শিক্ষকরা অসদুপায় অবলম্ব‌নে সহ‌যো‌গিতা ক‌রে তারা শিক্ষার্থী‌দের জন্য অাশীর্বাদ নয়, অ‌ভিশাপ। শ‌নিবার বি‌কে‌লে নল‌ছি‌টি উপ‌জেলার মোল্লারহাট ইউ‌নিয়‌নের বৈশাখীয় তফা‌জ্জেল হো‌সেন মা‌নিক মিয়া মাধ্য‌মিক বিদ্যাল‌য়ে বার্ষিক ক্রীড়া প্র‌তি‌যো‌গিতা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের অা‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এই কথা ব‌লেন। এসময় তি‌নি অা‌রো ব‌লেন, শিক্ষার্থী‌দের ভা‌লো শিক্ষা দি‌তে হ‌বে। তারা য‌দি অপরা‌ধের দি‌কে ধা‌বিত হয় তাহ‌লে ওই প‌রিবার ক্ষ‌তিগ্রস্থ হ‌বে। তি‌নি ব‌লেন, একটি এলাকার শিক্ষা প্র‌তিষ্ঠান ওই এলাকার জন্য অাশীর্বাদ। ভ‌বিষ্যৎ বি‌নির্মা‌নে এই শিক্ষা প্র‌তিষ্ঠান অা‌লোকব‌র্তিকা হি‌সে‌বে কাজ ক‌রে। এই এলাকাটি প্রত্যন্ত এলাকা ছিল। এখা‌নে এখন সব হ‌য়ে‌ছে। উন্নয়ন হ‌য়ে‌ছে। অার এই উন্নয়ন অব্যাহত রাখ‌তে হ‌লে সন্তান‌কে শি‌ক্ষিত কর‌তে হ‌বে। শেখ হা‌সিনা ক্ষমতায় অাসার পর শিক্ষা খাত‌কে সর্বা‌ধিক গুরুত্ব দি‌য়ে‌ছে। দি‌য়ে‌ছেন বিনামূ‌ল্যে বই। তাই সকল‌কে দেশের উন্নয়নের জন্য পড়াশুনা কর‌তে হ‌বে। স্কু‌লে ক্লাস চলাকালীণ সম‌য়ে কোন শিক্ষার্থী বাই‌রে ঘোরাঘু‌রি কর‌লে তা‌কে ক্লা‌সে এ‌নে ব‌সিয়ে দেওয়া উ‌চিৎ। ‌শিক্ষা বো‌র্ডের চেয়ারম্যান এসময় সকল‌কে সামা‌জিক দা‌য়িত্ব পাল‌নের জন্য অাহ্বান জানান। বৈশাখীয় তফা‌জ্জেল হো‌সেন মা‌নিক মিয়া মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের সভাপ‌তি সাংবা‌দিক অাকতার ফারুক শা‌হি‌নের সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, নল‌ছি‌টি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফুল ইসলাম, নল‌ছি‌টি থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হো‌সেন, মোল্লারহাট ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান ক‌বির হো‌সেন হাওলাদার, ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের নির্বাহী প্র‌কৌশলী (পা‌নি) ই‌ঞ্জি‌নিয়ার ওমর ফারুক, মোল্লারহাট ইউ‌নিয়ন অাওয়ামী লী‌গের সভাপ‌তি ম‌জিবর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক সো‌হেল মোল্লা প্রমূখ। এর অা‌গে বিদ্যালয়‌টি‌তে সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয় এবং প‌রে কনসার্ট অনু‌ষ্ঠিত হয়। অনুষ্ঠান প্র‌তি‌যোগী‌দের পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp