বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

শরীরে তিল হলে যা হয়

প্রত্যেকের শরীরে কোথাও না কোথাও তিল রয়েছে। এর কারণ হিসেবে বিজ্ঞান বলছে- ত্বকের এক জায়গায় একসঙ্গে অনেক কোষের জন্ম হলে তিল হয়। তবে যুগ যুগ ধরে জ্যোতিষ শাস্ত্র বলছে অন্য কথা। শরীরের তিলের সঙ্গে নাকি জড়িয়ে আছে ভাগ্যের ভালো-মন্দ। আসুন জেনে নেই কী বলছেন জ্যোতিষীগণ-

কপাল
কপালের মাঝখানে তিল থাকলে বুদ্ধির বিকাশ হয়। ডানদিকে থাকলে তিনি ভালো সঙ্গী হন। বামদিকে থাকলে তিনি খুবই ভাগ্যবান।

থুতনি
থুতনিতে তিল থাকলে তারা খুবই কেয়ারিং, আবেগপ্রবণ ও ভ্রমণপিপাসু। ডানদিকে থাকলে হয় যুক্তিবাদী। বামদিকে থাকলে স্পষ্টভাষি।

গাল
গালে তিল থাকলে বুদ্ধিমান, মেধাবি, অ্যাথলেট হতে পারেন। তবে এরা বেশ রগচটাও হয়ে থাকেন।

নাক
নাকে তিল থাকলে পরিশ্রমী ও ভালো বন্ধু হন। তবে আত্মসম্মানবোধ প্রবল। ডানদিকে থাকলে যৌন চাহিদা বেশি, বামদিকে থাকলে সবকিছু কষ্ট করেই পেতে হবে।

ঠোঁট
তারা জীবনে সামনের দিকে তাকাতে পছন্দ করেন। এছাড়া কথা বলতে ও খেতে বেশ ভালোবাসেন।

বিশেষ অঙ্গ
এ অঙ্গে তিল থাকা মানে সে খুব ভালো এবং সৎ। ভালো জীবনসঙ্গীও হয়ে থাকেন। শারীরিক সম্পর্ক ছাড়াও সারা জীবনের বন্ধু হয়ে থাকেন।

বুক
বুকে তিল থাকলে তিনি খুব ভালো মা হবেন। সন্তানের জীবনও সুখের হবে।

হাত
যাদের হাতে তিল রয়েছে; তারা খুবই পরিশ্রমী ও দক্ষ হয়ে থাকেন। তারা পরিশ্রমের মাধ্যমে সাফলতা অর্জন করেন।

পা
পায়ের তলায় তিল থাকলে তিনি ভ্রমণ করতে ভালোবাসেন। এছাড়া তার সুনাম-সুখ্যাতির ভাগ্যও খুব ভালো।

পেট
পেটে তিল থাকলে মানুষটি আধ্যাত্মিক। ডানদিকে থাকলে অর্থভাগ্য ভালো, তবে বামদিকে থাকলে বেশ হিংসুটে হন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp