বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

সরকারী হলো বানারীপাড়ার ঐতিহ্যবাহী মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন

রাহাদ সুমন,বানারীপাড়া॥বানারীপাড়ার ১২৯ বছরের ঐতিহ্যবাহী মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) স্কুল সরকারীকরণ করা হয়েছে।মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রনালয়।বিদ্যালয়টি সরকারীকরণ করায় উচ্ছ্বসিত ম্যানেজিং কমিটি,প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই এসোসিয়েশন, শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থী সহ এলাকাবাসী বঙ্গবন্ধু কন্যা প্রধামনমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।প্রসঙ্গত কালের স্বাক্ষী হয়ে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি ১২৯ বছর ধরে এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে অনগ্রসর এলাকাবাসীকে অগ্রসর করে গড়ে তোলার মানসে জেলা ম্যাজিষ্ট্রেটের পদ ছেড়ে দিয়ে সেই সময়ের রাজনৈতিক ও শিক্ষা সচেতন দূরদর্শী চিন্তক ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষানুরাগী বসন্ত কুমার গুহঠাকুরতা ১৮৮৯ সালের ১ এপ্রিল বানারীপাড়া শহরের প্রাণকেন্দ্রে বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) স্কুলটি প্রতিষ্ঠা করেন। শিক্ষা সচেতন বিভিন্ন জনের দানকৃত প্রায় সাড়ে তিন একর সম্পত্তিতে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে রজণীকান্ত গুহঠাকুরতা দায়িত্ব পালণ করে এ অঞ্চলে প্রথম শিক্ষার বীজ বপন করেন। এ বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে অনেকেই দেশ- বিদেশে সুনাম ও সুখ্যাতির আলো ছড়িয়েছেন।প্রেস ইনষ্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত দেশবরণ্যে কিংবদন্তী সাংবাদিক মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ার ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে ষাটের দশকে মেধাবী শিক্ষার্থী ও পরবর্তীতে ১৯৭২ সালে প্রধান শিক্ষকের আসন অলঙ্কিত করে গৌরবোজ্জ্বল দায়িত্ব পালণ করেন। তিনি সহ প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত অনেক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক তাদের কর্মের আপন মহিমায় প্রজ্ঞাবান ও গুণীজন শিক্ষকের তালিকায় নাম লিখিয়েছেন।তাদের নাম বানারীপাড়ার ইতিহাসে চির ভাস্বর হয়ে থাকবে।বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে অনগ্রসর এলাকাবাসীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে অগ্রসর করার কারিগড় বসন্ত কুমার গুহ ঠাকুরতা তার র্কীতির মাধ্যমে অমর হয়ে আছেন।বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলম,যশোর সেনানিবাসের প্রয়াত জিওসি মেজর জেনারেল মো.রফিকুল ইসলাম,নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম এ জব্বার,ঢাকায় আইন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে ডেপুটেশনে থাকা যুগ্ম জেলা জজ মো.মোস্তাফিজুর রহমান,ঢাকার ডিবি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফউদ্দিন আহমদ টিপলু,বুয়েটের শিক্ষক আ. ওহাব,ঝালকাঠি উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, সিলেটের শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ,বানারীপাড়া পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট সোহেল সানি,বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. আ.কাদের,সহযোগী অধ্যাপক ও ফেয়ার ক্লিনিকের পরিচালক ডা. জহিরুল হক মানিক সহ বিশিষ্টজনেরা এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।গত ১২৯ বছরের ইতিহাসে এ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে শীর্ষ রাজনীতিক,জনপ্রতিনিধি, আইনজীবী,প্রকৌশলী,চিকিৎসক, শিক্ষক,ব্যবসায়ী, সাংবাদিক,বিচারক ও উর্ধ্বতন সরকারী কর্মকর্তা হিসেবে অনেকেই সুপ্রতিষ্ঠিত হয়েছেন।অনেকের দেশজুড়ের খ্যাতি দেশের গন্ডি পেড়িয়ে বিদেশেও ছড়িয়েছেন। প্রবাসেও অনেকে সুপ্রতিষ্ঠিত হয়েছেন।এসএসসিতে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যশোর শিক্ষা বোর্ডে গৌরবময় ফলাফলের ইতিহাস রয়েছে।২০১৬ সালের ১৩ জুলাই ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি জাতীয়করণের অর্ন্তভুক্ত হয়।এর আগে বিদ্যালয়টি মডেল বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে।বর্তমানে দু’টি দ্বিতল ভবনে প্রায় ৭ শত ছাত্র-ছাত্রী পাঠগ্রহণ করছে।এছাড়াও একটি একতলা ভবন রয়েছে।শিক্ষক ও শিক্ষার্থীদের নামাজ পড়ার সুবিধার্থে স্কুল ক্যাম্পাসে রয়েছে আধুনিক জামে মসজিদ।শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলার জন্য রয়েছে বিশাল সবুজ মাঠ।যেখানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ২৬ মার্চের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ এবং উপজেলা পর্যায়ের ফুটবল ও ক্রিকেট খেলাসহ যাবতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ে ১৬ জন এমপিওভূক্ত,২ জন খন্ডকালীণ ও তিনজন ন্যাশনাল সার্ভিসের শিক্ষক পাঠদান করছেন।এছাড়াও লাইব্রেরিয়ান সহ প্রয়োজনীয় জনবল রয়েছে।জ্ঞান অর্জণ ও পাঠ অভ্যাস গড়ে তোলার জন্য বিদ্যালয়ে লাইব্রেরী,বিজ্ঞানাগার,তথ্য ও প্রযুক্তি জ্ঞান লাভের জন্য কম্পিউটার ল্যাব ও আইসিটি ল্যাব রয়েছে। এখানে তৃতীয় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp