বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে আন্ত ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

শামীম আহমেদ,বরিশাল॥জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ জনসচেতনতা মূলক কার্যক্রম জোড়দার করনের লক্ষ্যে আন্ত ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকাল ১১টায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে দিন ব্যাপি আন্ত ধর্মীয় সংলাপের আয়োজন করা হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের সহযোগীতায় ও বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে এ আন্ত ধর্মীয় সংলাপের আয়োজন করা হয়।

বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রলয়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সচিব আমিন উল্লাহ নুরী, বরিশাল রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ শফিকুল ইসলাম (পিপিএম.বিপিএম বার),বরিশাল ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, বিশেষ গোয়েন্দা শাখা (ডিজিডিএফআই) বরিশাল ডিজি কর্নেল শরিফুজ্জামান।

সংলাপ অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
আন্ত ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে বক্তরা বলেন সকল ধর্মের মধ্যে হিংসা-বিদ্বেষ ও জঙ্গিবাদের কোন স্থান নেই।
আমাদের দেশে যে যার সংস্কৃতি পালন করবে নিজস্ব স্বাধীন ভাবে এখানে অবৈধভাবে কারো ধর্মের অনুভূতিতে আঘাত করার কোন সুযোগ নেই।
সংলাপ অনুষ্ঠানটি বিভাগীয় প্রর্যায়ে বরিশালে আয়োজন করার কারনে বিভাগের সকল জেলার জেলা প্রশাসক,রাজনৈতিক,সাংবাদিক,আলেম সমাজ,পুরোহীত খ্রিস্টান ধর্মীয় জাজক সহ বিভিন্নস্থরের মানুষ ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp