বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক দিবস তালুকদার জেল হাজতে

প্রতিনিধি ঝালকাঠি ॥ ঝালকাঠি প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং নিউ আজাদ বেকারীর মালিক হাসনাইন তালুকদার দিবসকে বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত জেল হাজতে প্রেরণ করেছে। সম্প্রতি বিএইচটিআই এর লাইন্সেস নবায়ন ছাড়া ও অনুমতি ছাড়া দিবস তার বেকারীতে খাদ্য-পন্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধে এ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলা নং সি আর ৪৪/১৮। এই মামলায় দিবসের বিরুদ্ধে সমন জারি হলে বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হন। আদালতের বিচারক এইচ এম কবির হোসেন দিবস তালুকদারকে জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য দিবস তালুকদারের বিরুদ্ধে ৩৮/২ মসজিদ বাড়ী সড়কের মো: কামরুজ্জামান নাইমের দায়ের করা চেক ডিজঅনার মামলাও বিচারাধীন। মামলা নং সেশন ২৬/১৭, ৪৬/১৭, ৭৪/১৭ ও ৮৯/১৭ জেলা জজ আদালতে বিচারাধীন আছে। এ বিষয় ঝালকাঠি প্রেসক্লাব বরাবরে দেয়া অভিযোগে নাঈম উল্লেখ করেন, সাংবাদিক পরিচয়দানকারী দিবস তালুকদারের কাছে আমি ১৮ লাখ টাকা পাই। উক্ত টাকা পরিশোধের জন্য সালিশির মাধ্যমে আমাকে চেক প্রদান করে। কিন্তু তার ব্যাংকে টাকা না থাকায় আমার চেক ব্যাংক থেকে ফেরৎ দেয়া হয়, যার প্রেক্ষিতে আমি এই মামলা করি। এরপর থেকে দিবস আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানীর ভয় দেখিয়ে আসছে। প্রেসক্লাবের প্রেরিত অভিযোগে নাইম আরো উলেখ করেন দিবসের বিরুদ্ধে ইতোপূর্বে একটি অসহায় দরিদ্র ছেলে বলাৎকারের অভিযোগে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে। কিন্তু প্রেসক্লাবের নাম ব্যবহার ও ম্যানেজ করে দিবস ঐ মামলা থেকে রেহাই পায়। নাইম জানায়, এই লিখিত অভিযোগ প্রেসক্লাবে নিয়ে গেলে অভিযোগটি প্রেসক্লাবের সিল না দিয়ে কৌশলে ক্লাবের পিওন পারভেজের স্বাক্ষরে ”ঝালকাঠি অপসাংবাদিক প্রতিরোধ কমিটির” সিল দিয়ে রিসিভ করে রাখা হয়। এদিকে ঝালকাঠি পেসক্লাবের সহ সভাপতি শ্যামল সরকারের ভাইয়ের ছেলে প্রেসক্লাবের অস্থায়ী সদস্য তরুন সরকারের বিরুদ্ধেও কিছুদিন আগে পিরোজপুরের এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারনা করার অভিযোগ ওঠে। ওই যুবতি বিষয়টি প্রেসক্লাব কর্তৃপক্ষকে অবহিত করলেও প্রেসক্লাব তরুন সরকারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।পরে যুবতিটি শ্যামল সরকারের বাসার সামনে অনশন করে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp