বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালীতে সার্ভার স্টেশন পরিদর্শন করলেন সিইসি

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলায় নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন (নির্বাচন অফিস) পরিদর্শন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

শুক্রবার (৮ জুন) বেলা ১১টার দিকে তিনি পটুয়াখালীর নওমালা থেকে দশমিনা উপজেলা সদরে পৌঁছান।

সার্ভার স্টেশন পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক, পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুনুর রশিদ, সার্কেল এএসপি হাফিজুর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আ্যাডভোকেট শাখাওয়াত হোসেন শওকাত, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃঞ্চ রায়চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন প্রমুখ।

পরিদর্শন শেষে সিইসি সার্ভার স্টেশনে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং যাবতীয় বিষয়ে খোঁজ খবর নেন।

এসময় তিনি জানান, ঈদের পরেই দশমিনা ও গলাচিপার স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

দ্রুত সময়ের মধ্যে কোনো জটিলতা ছাড়া ভোটার কার্ড উত্তোলন, নিবন্ধনসহ নির্বাচন অফিসের যাবতীয় কাজ করার লক্ষ্যে দশমিনা সার্ভার স্টেশনের জনবল বাড়ানোর জোর দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp