বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রতারকের ফাঁদে থানা পুলিশ

স্টাফ রিপোর্টার // কোন একজন পুলিশ সদস্য নয়; সাংবাদিক পরিচয়দানকারী এক প্রতারকের ফাঁদে পড়েছে পুরো থানা। আর সে কারনে একজন নিরাপরাধ ব্যাক্তি জেল খাটছেন বিনা কারনে। ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায়। সড়ক দুর্ঘটনাকে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করে প্রতিপক্ষকে ফাঁসিয়েছেন আরিফ বিল্লাহ ওরফে ডালিম নামে একজন। আর মামলাটি গ্রহণ করে এখন বেকায়দায় পরেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এ বিষয়ে ভান্ডারীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, আমরা সবাই ওই মামলার বাদীকে প্রতারক বলে জানি। তার দালিলিক কি নাম তা জানি না। তবে আমরা চিনি ‘টাউট ডালিম’ বলে। তিনি পুরো বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখবেন বলে জানান। পাশাপাশি পুলিশকে ভুল তথ্য দিয়ে কাউকে হয়রানি করালে তার বিরুদ্ধে এ্যাকশনে যাবে বলেও জানান আব্দুল আউয়াল কবির। জানা গেছে, ভান্ডারিয়া উপজেলায় ‘দৈনিক বঙ্গজননী’ পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করেন আরিফ বিল্লাহ হাওলাদার ওরফে ডালিম। ভান্ডারিয়া থানার সামনের গেটের বিপরীত পাশে একটি ফটোকপির দোকান চালান এই ডালিম। তার বাড়ি কাঠালিয়া উপজেলায় হলেও জীবিকার তাগিদে ভান্ডারিয়ায় থাকেন। ভান্ডারিয়ার পশারিবুনিয়ায় তার প্রতিবেশী মৃত ইসাহাক আলীর পরিবার ও তাদের আত্মীয়-স্বজন। ইসাহাক আলীর পরিবারের সাথে আ: সালাম হাওলাদারের পুত্র আরিফ বিল্লাহ জমি বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। বিরোধে বিভিন্ন সময়ে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা দায়ের করলেও আদালত আরিফ বিল্লাহ’র বিরুদ্ধে রায় দিয়েছেন। যে কারনে স্থানীয়রা তাকে ‘ঠগা আরিফ’ বলে ডেকে থাকেন। এই আরিফ বিল্লাহ বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, ১৩ মে রাত আনুমানিক ৯টায় তাকে দক্ষিণ পূর্ব রাজপাশা ১২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আটকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন ফোরকান মোল্লা, ফারুক মোল্লা, ইব্রাহিম হাওলাদার, কাওছার হাওলাদার, মাসুম হাওলাদার, মানিক হাওলাদার, আ: রশিদ হাওলাদার, সেলিম হাওলাদার, সোহেল হাওলাদার ও রফিক হাওলাদার। জানা গেছে, এই ১০জনই পরস্পরে আত্মীয়। এ ঘটনায় বাদী আরিফ বিল্লাহকে সাথে নিয়ে অভিযান চালিয়ে মামলার ২ নং আসামী ফারুখ মোল্লাকে গ্রেফতার করেন এসআই কাইয়ূম। জানা গেছে, এই এসআই কাইয়ূম ভান্ডারিয়ায় বদলী হয়ে আসার আগে কাঠালিয়া থানায় দায়িত্ব পালন করেছেন। তখন আরিফ বিল্লাহ অনৈতিক সুবিধা পাইয়ে দিত বিধায় তার কথায় চলেন কাইযূম। সরেজমিনে খোজঁ নিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। পর্যালোচনায় ভান্ডারিয়া থানা পুলিশও নিশ্চিত করেছে মামলাটি সম্পূর্ন ভূয়া। অদূরদর্শিতার কারনে মামলাটি গ্রহণ করেছেন তারা। অনুসন্ধানে জানা গেছে, ১৩ মে আরিফ বিল্লাহকে কেউ হত্যাচেষ্টা চালাননি। এমনকি তার ওপর কেউ হামলাও চালাননি। মূলত, ১৩ মে রাতে সড়ক দুর্ঘটনায় আহত হন আরিফ। রাত ৯টার দিকে আহত আরিফ বিল্লাহ ওরফে ডালিম ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। ওই দিনের ভর্তি রেজিস্ট্রারে তার নাম ও আহত হওয়ার কারন এসব উল্লেখ রয়েছে। আরিফ বিল্লাহকে চিকিৎসা প্রদানকারী উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রঞ্জণ কুমার বর্মণ বলেন, আরিফ বিল্লাহকে চিকিৎসা দিয়েছি যখন তখন তিনি জানিয়েছেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। কারও সাথে কোন মারামারি বা তাকে কেউ আক্রমন চালিয়েছে এমন কোন তথ্য জানায়নি। পাশাপাশি আরিফ বিল্লাহ’র জখম খুব গুরুত্বর নয়। সামান্য কেটেছিড়ে গেছে বলে জানান এই চিকিৎসক। হাসপাতাল সূত্র জানিয়েছে, থানা থেকে আহতর বিষয়ে উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সের কাছে তথ্য চাওয়া হয়েছে। সেখানে সড়ক দুর্ঘটনা উল্লেখ করেই প্রত্যয়ন দেওয়া হবে। এদিকে ফারুখ মোল্লাকে পুরিশ কর্তৃক আটক করানোর পর তাদের পরিবারকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছেন আরিফ বিল্লাহ্। ওদিকে ফারুখ মোল্লা বাদে বাকি ৯জনকে আদালত জামিন দিয়েছেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাইয়ূম বলেন, থানায় অভিযোগ নিয়ে আসলে তা খতিয়ে দেখার দরকার পরে না। আইন অনুযায়ী অবিযোগ পেলেই গ্রহণ করতে হবে। তারপরে আসামী আটক করে তা খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, যাছাই বাছাই ছাড়া আরিফের মামলা গ্রহণ করাটা সঠিক কাজ হয়নি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp