বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বিসিসি নির্বাচন: ৩০ ওয়ার্ডের আ.লীগ-বিএনপির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর তালিকা

বরিশাল ক্রাইম নিউজ ডেস্ক // বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন পেতে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ-বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর ও ১০টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন পেতে জোর লবিং শুরু করেছেন তারা। ইতোমধ্যেই অনেকে নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। পাশাপাশি মনোনয়ন পেতে দলের কাছেও আবেদন করেছেন। আওয়ামী লীগ মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠাবে। বিএনপিও মেয়র প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাচ্ছে। তবে কাউন্সিলর মনোনয়নের জন্য স্থানীয়ভাবে বোর্ড গঠন করেছে।

আজ ১৮ জুন ঢাকা থেকে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র পূরণ করে তা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে জমা দিতে হবে। আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আগামী ২২ জুন বিকাল ৫টায় গণভবনে অনুষ্ঠিত হবে। দুই বোর্ডের সভানেত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন । মনোনয়ন বোর্ডও আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেবে। একইদিন চূড়ান্তভাবে বিসিসি’র মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

নগরীর ৩০ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় আলোচনায় রয়েছেন নগরীর ১ নং ওয়ার্ডে আমির হোসেন বিশ্বাস, ২ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ-এমপির শ্যালক কাজী নজরুল ইসলাম মনু, ৩ নম্বর ওয়ার্ডে তরুন আ.লীগ নেতা জুয়েল রানা, ৪ নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বাদশা, ৫ নম্বর ওয়ার্ডে শেখ মো. আনোয়ার হোসেন সালেক, ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার ভূইয়া, ৭ নম্বর ওয়ার্ডে নারী নেত্রী নিগার সুলতানা হনুফা ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, ৯ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান মাসুম ভূইয়া, ১০ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন,১১ নম্বর ওয়ার্ডে আ’লীগ নেতা মো. বজলুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন ভুলু , ১৩ নম্বর ওয়ার্ডে প্রয়াত শওকত হোসেন হিরন’র মামাত ভাই মারুফ খান, ১৪ নম্বর ওয়ার্ডের মো. তৌহিদুর রহমান ছাবিদ ১৫ নম্বর ওয়ার্ডে লিয়াকত হোসেন খান লাভলু, ১৬ নম্বর ওয়ার্ডে সাহিন সিকদার ১৭ নম্বর ওয়ার্ডে গাজী আকতারুজ্জামান হিরু, ১৮ নম্বর ওয়ার্ডে মিঞা মোঃ কামরুজ্জামান সোনা ,১৯ নম্বর ওয়ার্ডে গাজী নঈমুল হোসেন লিটু, ২০ নং ওয়ার্ডে কাউন্সিলর এস এম জাকির হোসেন, ২১ নং ওয়ার্ডে সাইদ আহম্মেদ মান্না , ২২ নং ওয়ার্ডে আব্দুল হালিম খান , ২৩ নম্বর ওয়ার্ডে এনামুল হক বাহার, ২৪ নম্বর ওয়ার্ডে সারফদ্দিন আহম্মেদ বাসার , ২৫ নম্বর ওয়ার্ডে মোল্লা সাইদুর রহমান জাকির ,২৬ নং ওয়ার্ডে হুমায়ন কবির, ২৭ নম্বর ওয়ার্ডে ……., ২৮ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম, ২৯ নম্বর ওয়ার্ডে এবং ৩০ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফা।

অন্যদিকে ওয়ার্ডগুলোতে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় আলোচনায় রয়েছেন নগরের ১ নং ওয়ার্ডে বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার এর শ্যালক সৈয়দ সাইয়েদুল হক মামুন, ২ নম্বর ওয়ার্ডে বিএনপি’র সভাপতি এ্যাড. আব্দুল মান্নান মৃধা, ৩ নম্বর ওয়ার্ডে বিএনপি’র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ফারুক , ৪ নম্বর ওয়ার্ডে মো. ইউনুস মিয়া, ৫ নম্বর ওয়ার্ডে মাইনল হক, ৬ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান টিপু, ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সৈয়দ আকবর , ৮ নম্বর ওয়ার্ডে সেলিম হাওলাদার , ৯ নম্বর ওয়ার্ডে হারুন অর রশিদ, ১০ নম্বর ওয়ার্ডে শাহজাহান সিরাজ ,১১ নম্বর ওয়ার্ডে আয়েশা তৌহিদ লুনা, ১২ নম্বর ওয়ার্ডে কেএম শহীদুল্লাহ, ১৩ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান মিঠু, ১৪ নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, ১৫ নম্বর ওয়ার্ডে সৈয়দ জাকির হোসেন জেলাল, ১৬ নম্বর ওয়ার্ডে কামরুল হাসান রতন, ১৭ নম্বর ওয়ার্ডে …….., ১৮ নম্বর ওয়ার্ডে মীর জাহিদুল কবির, ১৯ নম্বর ওয়ার্ডে, ২০ নং ওয়ার্ডে  মো. বাতেন (ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক), ২১ নং ওয়ার্ডে আলতাফ মাহমুদ সিকদার , ২২ নং ওয়ার্ডে ………, ২৩ নম্বর ওয়ার্ডে ……… ২৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফিরোজ আহম্মেদ ২৫ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বর্তমান কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার জিয়া, ২৬ নং ওয়ার্ডে বিএনপির ফরিদ উদ্দিন , ২৭ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম , ২৮ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির , ২৯ নম্বর ওয়ার্ডে শহীদ কাজী এবং ৩০ নম্বর ওয়ার্ডে খায়রুল মামুন শাহীন।

এছাড়াও ১৪ নম্বর ওয়ার্ডে গত নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর নির্বাচিত হন জামায়াত থেকে নির্বাচিত অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম। তিনিও আবার নির্বাচন করছেন এটা প্রায় নিশ্চিত। একইসঙ্গে ২০ দলীয় জোটের সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি বলেও জানা গেছে।

এর বাইরেও ৩০টি ওয়ার্ডে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনসহ একাধিক দলীয় ও স্বতন্ত্র প্রার্থী আলোচনায় রয়েছেন।

উল্লেখ্য, নগরীর হালনাগাদ (২০১৮ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত) ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৩৩২ জন পুরুষ এবং মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ৬২৭ জন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp